IPL 2022 চ্যাম্পিয়ন হবে Rajasthan Royals! কারণ জানালেন Yuzvendra Chahal

যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) জানালেন কেন এবার চ্যাম্পিয়ন হবে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)

Updated By: Mar 31, 2022, 07:24 PM IST
IPL 2022 চ্যাম্পিয়ন হবে Rajasthan Royals! কারণ জানালেন Yuzvendra Chahal
খেতাব জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী চাহাল

নিজস্ব প্রতিবেদন: সানরাইজার্স হায়দরাবাদকে (SRH) হারিয়ে আইপিএল (IPL 2022) অভিযান শুরু করেছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। আগামী শনিবার মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলবে সঞ্জু স্যামসন (Sanju Samson) অ্যান্ড কোং। মাঠে নামার আগে রাজস্থানের স্পিনার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) বলছেন এবার আইপিএল চ্যাম্পিয়ন হবে তাঁর টিম। 

এক সাক্ষাৎকারে চাহাল বলেন, "কাগজে-কলমে আমরা সবচেয়ে শক্তিশালী দল। আমাদের দুর্দান্ত ওপেনার রয়েছে। টিমে টপ অর্ডারে আছে সঞ্জু স্যামসন (Sanju Samson) , যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), দেবদত্ত পাডিক্কল (Devdutt Padikkal)। মিডল অর্ডারে শিমরন হেটমায়ার (Shimron Hetmyer), রিয়ান পরাগ (Riyan Parag), করুণ নায়ার (Karun Nair) আছে। দুরন্ত অলরাউন্ডার এবং বোলার রয়েছে। টিমে জেমস নিশাম (James Neesham), ন্যাথান কুল্টার-নাইল (Nathan Coulter-Nile), আর অশ্বিন (R Ashwin) এবং অবশ্যই আমি আছি। দলটা বেশ ভাল দেখাচ্ছে। সবকটি বক্সেই টিক করেছি। বোলিং, কিপিং, স্পিন বিভাগ মিলিয়েই বলছি। সঞ্জু আর আমার বন্ডিং খুব ভাল। আমরা দলের পরিকল্পনা নিয়ে আলোচনা করি। আরআর-কে শক্তিশালী দল মনে হচ্ছে। আমি নিশ্চিত যে, আমরা এবার খেতাব জিতব।" 

২০১৪-২০২১, টানা সাত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) সংসারে ছিলেন তিনি। আজ চাহাল আরসিবি-র (RCB) অতীত। চলতি আইপিএলে (IPL 2022) তাঁর নতুন ঘর রাজস্থান। ৬.৫ কোটি টাকায় বেঙ্গালুরু ছেড়ে রাজস্থানে এসেছেন হরিয়ানার স্পিনার।

আরও পড়ুন: IPL 2022: এই ক্রিকেটারই বদলে দেবেন হিসাব! চেন্নাই হয়ে উঠবে ভয়ঙ্কর, বলছেন কিংবদন্তি

আরও পড়ুনUmesh Yadav, IPL 2022: 'উমেশ এখনও অসাধারণ ফিট! ও দলের বিরাট সম্পদ'

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.