Virat Kohli: গ্যালারিতে মুম্বইয়ের ফ্যানদের সঙ্গেই ছিলেন 'বিরাট'! ম্যাচের পর ভাইরাল ছবি

নিজস্ব প্রতিবেদন: চলতি আইপিএলের (IPL 2022) ৬৯ নম্বর ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে  (Wankhede Stadium in Mumbai) অনুষ্ঠিত এই ম্যাচের ওপরেই নির্ভর করছিল দুই দলের প্লে-অফে যাওয়ার ভাগ্য।

ঋষভ পন্থের (Rishabh Pant) দিল্লি যদি রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বইয়ের কাছে হেরে যায়, তাহলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) পয়েন্টে এগিয়ে থাকায় খেলবে প্লে-অফ। মুম্বই পাঁচ উইকেটে জিততেই আরসিবি চলে যায় শেষ চারে।

আরসিবি (RCB) মনে প্রাণে চেয়েছিল, মুম্বই হারিয়ে দিক দিল্লিকে। তাহলেই কেল্লাফতে। এমনকী মুম্বইয়ের সমর্থনে আরসিবি টুইটারে শুধু লোগোই বদলায়নি ম্যাচের আহে। ফাফ অ্যান্ড কোং মুম্বই ফ্যানদের উদ্দেশ্য়ে আবেগি চিঠিও লিখেছিল আরসিবি। বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজি জানিয়েছিল যে, আরসিবি-র পূর্ণ সমর্থন থাকবে মুম্বইয়ের সঙ্গে। এমনকী মুম্বইয়ের এক ফ্যান বিরাটের আরসিবি-র জার্সিও নিয়েও মাঠে হাজির হন। সেই ছবিও ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন: Ricky Ponting-Rishabh Pant: পন্থই কি অধিনায়ক থাকছেন? বড় কথা বলে দিলেন পন্টিং

আরও পড়ুনRCB: প্লে-অফে ওঠায় আরসিবি ধন্যবাদ জানাচ্ছে তাদের প্রাক্তন এই ক্রিকেটারকে!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 
 

English Title: 
IPL 2022: MI fans spotted carrying Virat Kohli's RCB jersey at Wankhede, photos viral
News Source: 
Home Title: 

Virat Kohli: গ্যালারিতে মুম্বইয়ের ফ্যানদের সঙ্গেই ছিলেন 'বিরাট'! ম্যাচের পর ভাইরাল ছবি

Virat Kohli: গ্যালারিতে মুম্বইয়ের ফ্যানদের সঙ্গেই ছিলেন 'বিরাট'! ম্যাচের পর ভাইরাল ছবি
Caption: 
মাঠেই ছিলেন বিরাট!
Yes
Is Blog?: 
No
Section: