Ravindra Jadeja: না দেখেই বাস্কেটবলে অব্য়র্থ নেট! জাদেজার কাণ্ড দেখে তাজ্জব নেটিজেনরা- Watch

না দেখে বাস্কেটবল নেট করে চমকে দিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)

Updated By: Apr 7, 2022, 07:57 PM IST
Ravindra Jadeja: না দেখেই বাস্কেটবলে অব্য়র্থ নেট! জাদেজার কাণ্ড দেখে তাজ্জব নেটিজেনরা- Watch
বাস্কেটবলে কামাল করলেন জাদেজা

নিজস্ব প্রতিবেদন: চলতি আইপিএলে (IPL 2022) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) শুরুটা একেবারেই প্রত্যাশিত হয়নি। প্রথম তিন ম্যাচ হেরে ১০ দলীয় লড়াইয়ে এখন পয়েন্ট টেবিলে আটে 'ইয়েলো আর্মি'! রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) টিম তবুও ফুরফুরে মেজাজেই রয়েছে। চলতি মরশুমে চেন্নাইয়ের দায়িত্ব নিয়ে এখনও কোনও ছাপ রাখতে পারেননি 'স্যার' জাদেজা। তবে হোটেলের লবিতে তাঁর কাণ্ড দেখে তাজ্জব হয়েছেন নেটিজেনরা। না দেখেই পিছন ফিরে বাস্কেটবলে অব্য়র্থ নেট করলেন চেন্নাইয়ের ক্যাপ্টেন। নিজেই সেই ভিডিও টুইট করেছেন জাদেজা। 

এক-দু'টো নয়, পরপর তিন ম্যাচে হার! চেন্নাইয়ের বায়োডেটার সঙ্গে যা একেবারে বেমানান। আইপিএলের ১৫ বছরের ইতিহাসে চারবারের চ্যাম্পিয়ন দলের শুরুটা কখনও এত খারাপ হয়নি। চলতি আইপিএল (IPL 2022) শুরুর আগেই এমএস ধোনি (MS Dhoni) সিএসকে-র ক্যাপ্টেনসির ব্যাটন তুলে দেন জাদেজার (Ravindra Jadeja) হাতে। ক্যাপ্টেন হিসাবে জাদেজা নতুন ইনিংস শুরু করেই প্রবল সমালোচনার মুখে। একটা প্রশ্ন অনেকেই তুলেছেন, জাদেজা কি অধিনায়কত্বের চাপ নিতে পারছেন না? পঞ্জাব ম্যাচের পর মুখ খুলেছিলেন 'ইয়েলো আর্মি'র নতুন সেনাপতি। তিনি জানিয়ে দেন যে, অধিনায়কত্ব তাঁর কাছে কোনও চাপ নয়। তিনি দু'মাস আগেই জানতেন যে, তাঁকে গুরুদায়িত্ব নিতে হবে। আর সেভাবেই তিনি মানসিক প্রস্তুতি নিয়েছেন।

আরও পড়ুন: IPL 2022: 'শত্রু' Krunal এখন গলায় গলায় 'বন্ধু'! কী বললেন Deepak Hooda?

আরও পড়ুনPep Guardiola: পেয়েছেন ব্রাজিলের কোচ হওয়ার প্রস্তাব! কী বলছেন পেপ গুয়ার্দিওলা?
 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.