Ricky Ponting: হোটেলে তাণ্ডব চালালেন পন্টিং! ভেঙেছেন ৩-৪ রিমোট, দেওয়ালে ছুড়েছেন জলের বোতল!

পন্থ ও তাঁর টিম গত ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে ১৫ রানে হারেইনি শুধু, বিরাট বিতর্কেও জড়িয়েছিল। পন্থের অনভিপ্রেত আচরণ নিয়ে সমালোচনার ঝড় উঠে যায়।

Updated By: Apr 27, 2022, 04:42 PM IST
Ricky Ponting: হোটেলে তাণ্ডব চালালেন পন্টিং! ভেঙেছেন ৩-৪ রিমোট, দেওয়ালে ছুড়েছেন জলের বোতল!
হতাশায় হোটেলে ভাঙচুর করলেন পন্টিং

নিজস্ব প্রতিবেদন: রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে ম্যাচে ডাগ আউটে বসতে পারেননি দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হেড কোচ রিকি পন্টিং (Ricky Ponting)। বিশ্ববন্দিত প্রাক্তন অজি অধিনায়কের পরিবারের এক সদস্য করোনা আক্রান্ত হয়েছিলেন। যার ফলে হোটেলের ঘরেই পাঁচদিনের নিভূতবাসে ছিলেন পন্টিং। আইসোলেশন পর্ব মিটিয়ে ফের একবার পন্টিং এসেছেন ঋষভ পন্থদের (Rishabh Pant)।মাঝে। 

পন্টিং জানান যে, দল ছেড়ে থাকাটা তাঁর জন্য কতটা হতাশাজনক ছিল। পন্টিং জানিয়েছেন হোটেলে একাকী থাকার সময় তিনি টিভি-র একাধিক রিমোট ভেঙেছেন। দেওয়ালে ছুড়ে মেরেছেন জলের বোতলও! দিল্লি ক্যাপিটালসকে দেওয়া এক সাক্ষাৎকারে পন্টিং বলছেন, "হোটেলের বাইরে বেরিয়ে আসতে পেরে ভাল লাগছে। দলের সঙ্গে সফর করতে না পারা হতাশাজনক। আমি হোটেলের ঘরে ৩-৪টি রিমোট ভেঙেছি। হয়তো দেওয়া ছুঁড়ে মেরেছি ৩-৪টি জলের বোতলও। দলের কোনও কোচ সাইডলাইনে বসে ম্যাচের মাঝের কিছু নিয়ন্ত্রণ করতে পারেন না। এটা অত্যন্ত কঠিন। যখন সাইডলাইনে কোচ থাকেন না, তখন প্রতি ওভারের শেষে এটা করো, বা ওটা করো লিখে টেক্সট মেসেজ পাঠানোও বেশ বিরক্তিকর।"  

পন্থ ও তাঁর টিম গত ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে ১৫ রানে হারেইনি শুধু, বিরাট বিতর্কেও জড়িয়েছিল। পন্থের অনভিপ্রেত আচরণ নিয়ে সমালোচনার ঝড় উঠে যায়। মাঠে কার্যত নাটক দেখা যায় খেলার একেবারে শেষ দিকে। শেষ ওভারের মাঝপথে দলকে ডাগআউটে ডেকে পাঠিয়ে ছিলেন পন্থ। শেষমেশ দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং কোচ শেন ওয়াটসন তাঁকে করেন শান্ত। নো-বল চেয়ে দিল্লি শিবিরের জোরালো আবেদন ও আম্পায়ারিং নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক।

খেলার শেষে একরাশ বিরক্তি নিয়ে দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ বলেই দেন যে, নো-বলটা আমাদের পক্ষে গেলে ম্যাচটা অন্যরকম হতে পারত।ইনিংসের শেষ ওভারে দিল্লির জিততে দরকার ছিল ৩৬ রান। কার্যত অসম্ভবের সামনে ওবেড ম্যাকয়ে টানা তিনটি ছক্কা হাঁকিয়ে পাওয়েল। তিন নম্বর বলটি নিয়েই তর্ক। তা পাওয়ালের কোমরের ওপরে ছিল বলেই দাবি জানায় দিল্লি শিবির। নো-বলের দাবি জানিয়েও না পেয়ে ব্যাটারদের ডেকে নেন পন্থ। আইপিএলে ৭ ম্যাচে খেলে পন্টিংয়ের শিষ্যরা ৩ ম্যাচ জিতেছে ও ৪ ম্যাচ হেরেছে। ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় সাতে দিল্লি। আগামিকাল কলকাতার বিরুদ্ধে ওয়াংখেড়েতে মুখোমুখি হবে দিল্লি। 

আরও পড়ুন: Virat Kohli: 'গ্রেট প্লেয়াররা এরকম দশার মধ্যে দিয়ে যায়'! কোহলির পাশে ক্যাপ্টেন ফাফ

আরও পড়ুনKuldeep Sen: 'দ্রুত ১৫০ কিমি বেগে বল করব'! ফাফদের গুঁড়িয়ে হুঙ্কার তরুণ পেসারের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.