Virat Kohli: 'গ্রেট প্লেয়াররা এরকম দশার মধ্যে দিয়ে যায়'! কোহলির পাশে ক্যাপ্টেন ফাফ
বিরাটের বিগত ১৫ বছরের ইতিহাসে সবচেয়ে খারাপ পারফরম্যান্সের নজির। ৯ ম্যাচে এখনও পর্যন্ত বিরাট মাত্র ১২৮ রান করেছেন। পরপর দুই ম্যাচে 'গোল্ডেন ডাক'ও হয়েছেন বিরাট।
নিজস্ব প্রতিবেদন: বিরাট কোহলি (Virat Kohli) ও অফ-ফর্ম যেন আজ সমার্থক হয়ে গিয়েছে! রান করতেই ভুলে গিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক ও বিশ্ববন্দিত ব্যাটার। কোহলির ব্যাটিং দেখলে মনে হবে যেন, তিনি কখনও ব্যাটই ধরেননি। মাঠে নিজের ছায়া হয়ে বিরাজ করছেন মাত্র।
গত মঙ্গলবার রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে ফাফ দু প্লেসিসের (Faf du Plessis) সঙ্গে ওপেন করতে নেমেও ভাগ্য ফেরেনি বিরাটের। ১০ বলে মাত্র ৯ রান করে আউট হয়ে যান আরসিবি-র প্রাক্তন ক্যাপ্টেন। প্রসিদ্ধ কৃষ্ণার বলে রিয়ান পরাগের হাতে ক্যাচ তুলে দেন বিরাট। আরসিবি ক্যাপ্টেন ফাফ আছেন কোহলির পাশেই। বলছেন বড় ক্রিকেটাররা এরকম দশার মধ্যে দিয়ে যায়। ফাফ রাজস্থান ম্যাচের পর বলছেন, "আমরা ব্যাটিং লাইন-আপে পরিবর্তন এনেছিলাম। ভেবেছিলাম ইতিবাচক খেলা হবে। কোহলিকে খোলসের মধ্যে রাখা যাবে না। গ্রেট প্লেয়াররা এরকম দশার মধ্যে দিয়ে যায়। আমরা চেয়েছিলাম যে, ও যেন ,সাইডলাইনে বসে ম্যাচের কথা না ভাবে। সোজা মাঠে নেমে খেলবে। এতে ওর আত্মবিশ্বাস বাড়বে।"
ক্রিকেট মহারথীদের অনেকেই বিরাটকে নিতে বলছেন ব্রেক। আবার কোনও কোনও অনুরাগী সটান বলছেন বিরাটকে অবসর নিতে। দেখতে গেলে চলতি ক্রোড়পতি লিগ বিরাটের বিগত ১৫ বছরের ইতিহাসে সবচেয়ে খারাপ পারফরম্যান্সের নজির। ৯ ম্যাচে এখনও পর্যন্ত বিরাট মাত্র ১২৮ রান করেছেন। পরপর দুই ম্যাচে 'গোল্ডেন ডাক'ও হয়েছেন বিরাট। তাঁর ব্যাট থেকে একটিও অর্ধ-শতরান আসেনি। অথচ এই বিরাটই আইপিএল-এর ইতিহাসে সর্বোচ্চ রানশিকারি। যাঁর ঝুলিতে আছে ছয় হাজারের ওপর রান। ২০১৬ সালে বিরাট ছিলেন আগুনে ফর্মে। একাই করেছিলেন ৯৭৩ রান। হাঁকিয়ে ছিলেন চারটি শতরান।
আরও পড়ুন: Kuldeep Sen: 'দ্রুত ১৫০ কিমি বেগে বল করব'! ফাফদের গুঁড়িয়ে হুঙ্কার তরুণ পেসারের
আরও পড়ুন: R Ashwin: এর আগে মাত্র ৭ জন পেরেছেন! এবার এই অনন্য আইপিএল রেকর্ড করে দেখালেন অশ্বিন