IPL 2020: আঙুলে চোট, ছিটকে গেলেন অমিত মিশ্র
কেকেআর ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন। আর সেই চোটই গোটা আইপিএল থেকে ছিটকে দিল অমিত মিশ্রকে।
নিজস্ব প্রতিবেদন: আমিরশাহি আইপিএলে সবে বুড়ো হাড়ে ভেলকি দেখানো শুরু করেছিলেন। রবিচন্দ্রন অশ্বিন চোট পাওয়ায় দিল্লি দলে সুযোগ পেয়েছিলেন অভিজ্ঞ ভারতীয় লেগ স্পিনার অমিত মিশ্র। কিন্তু মাত্র তিন ম্যাচেই আইপিএল শেষ ৩৭ বছর বয়সী লেগ স্পিনারের।
কেকেআর ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন। আর সেই চোটই গোটা আইপিএল থেকে ছিটকে দিল অমিত মিশ্রকে। শারজায় কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নিজের বোলিংয়েই নীতিশ রানার ক্যাচ নিতে গিয়ে আঙুলে চোট পান। দু ওভার বল করেন, শুভমান গিলের উইকেটও তুলে নেন অমিত মিশ্র। কিন্তু নিজের চার ওভারের বোলিং কোটাও সেদিন সম্পূর্ণ করতে পারেননি, তার আগেই মাঠ ছাড়েন তিনি।
এরপর তাঁর আঙুলের স্ক্যান করা হয়। সেখানেই আঙুলে চিড় ধরা পড়েছে। ফলে ২০২০ আইপিএলের বাকি ম্যাচে অমিত মিশ্রকে আর পাবে না দিল্লি ক্যাপিটালস। চলতি মরশুমে তিনটি ম্যাচে তিন উইকেট পেয়েছিলেন তিনি। আইপিএলের কেরিয়ারে ১৫০টি ম্যাচ খেলে অমিত মিশ্র ১৬০টি উইকেট নিয়েছেন।
আরও পড়ুন - IPL 2020: বড় ধাক্কা হায়দরাবাদ শিবিরে, আইপিএল শেষ ভুবির, অস্ট্রেলিয়া সফরেও অনিশ্চিত!