Babar Azam: ভনের মুখে সেরা টি-২০ ক্রিকেটারের নাম শুনে খেপে লাল বাবরের ফ্যানরা!

মাইকেল ভন (Michael Vaughan) বলছেন বিশ্বের সেরা টি-২০ প্লেয়ার এখন জস বাটলার  (Jos Buttler)

Updated By: Apr 19, 2022, 06:41 PM IST
 Babar Azam: ভনের মুখে সেরা টি-২০ ক্রিকেটারের নাম শুনে খেপে লাল বাবরের ফ্যানরা!

নিজস্ব প্রতিবেদন: মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে (Brabourne Stadium, Mumbai) রুদ্ধশ্বাস ম্য়াচে দুরন্ত জয় পেয়েছে  রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। গোলাপি জার্সিধারীরা ৭ রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders)। রাজস্থানের ২১৭ রান তাড়া করতে নেমে কলকাতাকে থেমে যেতে হয় ২১০ রানে। রাজস্থানের জয়ের অন্যতম কারিগর ছিলেন জস বাটলার (Jos Buttler)। 

বাটলার ৬১ বলে অসাধারণ ১০৩ রানের ইনিংস খেলেন তিনি। ব্রিটিশ ওপেনার ও টুর্নামেন্টের অরেঞ্জ ক্যাপধারী আইপিএল ফিফটিনে (IPL 2022) জোড়া সেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন। বাটলারের আগুনে ফর্ম দেখে তাঁকেই ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের সেরা ক্রিকেটার হিসাবে বেছে নিয়েছেন তাঁর স্বদেশীয় মইকেল ভন (Michael Vaughan)। প্রাক্তন ইংরেজ অধিনায়ক ম্যাচের পর টুইট করে লেখেন, "জস বাটলার বিশ্বের সেরা টি-২০ প্লেয়ার।"

ভনের টুইট দেখেই মেজাজ হারান বাবর আজমের (Babar Azam) ভক্তরা। তাঁর টুইট করে ভনকে জানিয়ে দেন যে, বিশ্বের এক নম্বর ব্যাটারের নাম বাবর। ঘটনাক্রে বিশ্বের এক নম্বর টি-২০ ব্যাটার এখন বাবরই! আইসিসি ব়্যাঙ্কিং বলছে যে, বাটলার প্রথম দশের মধ্য়েও নেই! তাঁর স্থান ১৭ নম্বরে।

আরও পডুন: Jos Buttler, RR vs KKR: জোড়া শতরান করে Virat Kohli, Chris Gayle-কে ছুঁলেন এই ওপেনার

আরও পড়ুনJos Buttler: 'জস দ্য় বস'! চলতি আইপিএলে দ্বিতীয় সেঞ্চুরি ব্রিটিশ ওপেনারের, হতবাক ফ্যানরা

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

 

.