লাদাখে শহিদ জওয়ানদের শ্রদ্ধার্ঘ বিরাট-রোহিত-যুবরাজদের

সোমবার রাতে গালোয়ান উপত্যকায় অতর্কিতে ভারতীয় সেনার উপর আক্রমণ চালায় চিনের সেনা।

Updated By: Jun 17, 2020, 12:53 PM IST
লাদাখে শহিদ জওয়ানদের শ্রদ্ধার্ঘ বিরাট-রোহিত-যুবরাজদের

নিজস্ব প্রতিবেদন:  লাদাখের গালোয়ান উপত্যকায় ভারত-চিন সেনার সংঘর্ষে ২০ ভারতীয় জওয়ান শহিদ হয়েছে বলে ANI সংস্থা দাবি করেছে। সোমবার রাতে গালোয়ান উপত্যকায় অতর্কিতে ভারতীয় সেনার উপর আক্রমণ চালায় চিনের সেনা। ভারতীয় সেনার তরফে এ দিন জানানো হয়, পারস্পরিক শান্তি চুক্তি মেনে সেনা সরিয়ে আনা হয়। সেনা সূত্রে খবর, গোলাগুলি নয়, পাথর, রড নিয়ে হামলা চালায় চিনের জওয়ানরা। পাল্টা জবাব দেয় ভারতও। লাদাখে সংঘর্ষে নিহত ভারতীয় জওয়ানদের শ্রদ্ধা জানালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি থেকে রোহিত শর্মা, যুবরাজ সিংরা।

ভারত অধিনায়ক বিরাট কোহলি লিখেছেন, "দেশকে রক্ষার কাজে গালোয়ান উপত্যকায় নিহত সেনাদের স্যালুট জানাই। একজন সেনার মতো সাহসী এবং স্বার্থহীন কেউই হতে পারেননা। তাঁদের পরিবারকে সমবেদনা জানাই। "

রোহিত শর্মা লিখেছেন, " আমাদের সত্যিকারের হিরোদের স্যালুট। যাঁরা সীমান্ত রক্ষা করে আমাদের সার্বভৌমত্ব বাঁচিয়ে রাখতে নিজেদের জীবন বলি দিয়েছেন তাদের পরিবারকে ঈশ্বর শক্তি দিন। "

 

নিহত সেনাদের স্যালুট জানিয়ে যুবরাজ সিং লেখেন, "গালোয়ান উপত্যকায় শহিদ ভারতীয় সেনাদের সাহসিকতাকে আমি স্যালুট জানাই ... সাহসী বীরদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।"

 

আরও পড়ুন -  ও দেশের জন্য প্রাণ দিয়েছে, আমি গর্বিত, বললেন শহিদ কর্নেলের মা

.