টানা আটবার বুন্দেশলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ
মঙ্গলবার রাতে ওয়েডার ব্রেমেনকে ১-০ গোলে হারানোর সঙ্গে সঙ্গেই দুই ম্যাচ বাকি থাকতে খেতাব জয় নিশ্চিত করে ফেলে তারা।
নিজস্ব প্রতিবেদন: করোনা পরবর্তী সময়ে বুন্দেশলিগা শুরু হওয়ার পর সাতটা ম্যাচে পর পর জিতে চ্যাম্পিয়ন হল বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার রাতে ওয়েডার ব্রেমেনকে ১-০ গোলে হারানোর সঙ্গে সঙ্গেই দুই ম্যাচ বাকি থাকতে খেতাব জয় নিশ্চিত করে ফেলে তারা। এই নিয়ে টানা আটবার বুন্দেশলিগা জিতল জার্মান জায়ান্টরা।
EIGHT is GREAT!
Celebrate like a #MEI8TER https://t.co/AxItjd0KX1 pic.twitter.com/IMESRVQbH8
— FC Bayern English (@FCBayernEN) June 16, 2020
2020
2019
2018
2017
2016
2015
2014
2013#MEI8TER pic.twitter.com/boERc9HOia
— FC Bayern English (@FCBayernEN) June 16, 2020
মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে ওয়েডার ব্রেমেনের বিরুদ্ধে প্রথমার্ধের শেষ দিকে বায়ার্নের হয়ে জয়সূচক গোলটি করেন রবার্ট লেওয়ানডস্কি। চলতি বুন্দেশলিগায় ৩১ গোল করে সবার আগে রয়েছেন বায়ার্নের এই পোলিশ স্ট্রাইকার। মঙ্গলবার রাতে জয়ের পর বুন্দেশলিগায় টানা ১১ ম্যাচে জিতলেন মুলাররা।
and counting https://t.co/BHTYpF3j6g
— FC Bayern English (@FCBayernEN) June 16, 2020
ওয়েডার ব্রেমেনকে হারিয়ে দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের থেকে ১০ পয়েন্টে এগিয়ে থাকল বায়ার্ন। ডর্টমুন্ডের এখনও তিন ম্যাচ বাকি। তবে ৬৬ পয়েন্টে থাকা ডর্টমুন্ড সব ম্যাচ জিতলে সর্বোচ্চ ৭৫ পয়েন্টে পৌঁছতে পারে। ইতিমধ্যেই ৭৬ পয়েন্টে পৌঁছে খেতাব জয় নিশ্চিত করে নিয়েছে বায়ার্ন।
Bundesliga Champions 2020! Despite the difficult conditions in the last weeks we can celebrate the eighth German Championship in a row. Congrats to the team and all members of @FCBayern! These times show the great cohesion of this club and I'm proud of being a part of it pic.twitter.com/kRO4xX7rQ3
— Oliver Kahn (@OliverKahn) June 16, 2020
বুন্দেশলিগার পরে বায়ার্নের সামনে এবার জার্মান কাপ জিতে দ্বিমুকুট জেতার সুযোগও থাকছে। ৪ জুলাই ফাইনালে তাদের সামনে বায়ার লেভারকুসেন।
আরও পড়ুন - নির্ধারিত সময়ের আগেই বকেয়া বেতনের ৫০% মিটিয়ে দিল মোহনবাগান