দ্রুততম অর্ধশতরানের নজির গড়লেন স্মৃতি মন্ধানা
টুর্নামেন্টের ইতিহাসে এটিই এখন পর্যন্ত দ্রুততম হাফসেঞ্চুরি৷
নিজস্ব প্রতিবেদন : মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম অর্ধশতরানের তালিকায় শীর্ষে ভারতীয় ওপেনার স্মৃতি মন্ধানা। নিউজিল্যান্ডের সোফি ডিভাইনের সঙ্গে যুগ্ম ভাবে এই কীর্তি গড়লেন স্মৃতি। ২০০৫ সালে ভারতের বিরুদ্ধে বেঙ্গালুরুতে এই নজির গড়েন সোফি। রবিবার ইংল্যান্ডের মাটিতে সেই নজির ছুঁয়ে ফেললেন ভারতীয় ওপেনার। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড আয়োজিত কিয়া সুপার লিগের ম্যাচে ১৮ বলে হাফসেঞ্চুরি করেন স্মৃতি।
আরও পড়ুন - গব্বরের ব্যাগে 'দুই শূন্য', রোহিত শর্মাকে টেস্ট দলে অন্তর্ভুক্তির দাবি
ইংল্যান্ডে টি-টোয়েন্টি কিয়া সুপার লিগ প্রতিযোগিতায় প্রথম ভারতীয় হিসেবে সুযোগ পান স্মৃতি। আবির্ভাবেই নিজের জাত চেনাচ্ছেন হরিয়ানার এই তরুণী। ওয়েস্টার্ন স্টর্মের হয়ে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে ২০ বলে ৪৮ এবং ২১ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন ভারতীয় ওপেনার৷ তৃতীয় ম্যাচেই বিশ্বরেকর্ড ছুঁয়ে একক দক্ষতায় দলকে জয়ও এনে দিলেন তিনি। রবিবার টনটনে ২০ ওভারের বদলে ছয় ওভারের ম্যাচ খেলতে হয় স্মৃতিদের। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওভার কমাতে বাধ্য হন আম্পায়াররা। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় স্মৃতিদের প্রতিপক্ষ লাফবোরো লাইটনিং। ওপেন করতে নেমে শুরু থেকেই ব্যাটে ঝড় তোলেন ভারতীয় ব্যাটসম্যান।
Congratulations to @mandhana_smriti. In a game shortened to 6 overs, she gets a half century in just 18 balls for @WesternStormKSL. It is also the quickest 50 in the Kia Super League. pic.twitter.com/KwtgXsuvQ4
— BCCI Women (@BCCIWomen) July 29, 2018
লাফবোরো লাইটনিং-র বিরুদ্ধে কিয়া সুপার লিগের ম্যাচে মাত্র ১৮ বলে হাফসেঞ্চুরি করলেন মন্ধনা৷ টুর্নামেন্টের ইতিহাসে এটিই এখন পর্যন্ত দ্রুততম হাফসেঞ্চুরি৷ স্মৃতি ভেঙে দেন সুপার লিগের গত মরশুমে নিউজিল্যান্ডের রাচেল প্রিস্টের ২২ বলে হাফসেঞ্চুরির রেকর্ড, যাঁর সঙ্গে এই ম্যাচে ওপেন করতে নেমেছিলেন তিনি৷ একই সঙ্গে ভারতীয় তারকা ছুঁয়ে ফেলেন মহিলা টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম হাফসেঞ্চুরির নজিরও৷ ২০১৫ সালে বেঙ্গালুরুতে ভারতের বিরুদ্ধেই নিউ জিল্যান্ডের সোফি ডিভাইন ১৮ বলে হাফসেঞ্চুরি করেছিলেন৷ এতদিন সেটাই ছিল মহিলা টি-২০ ক্রিকেটে একক বিশ্বরেকর্ড৷ এবার থেকে স্মৃতি মন্ধনাও ভাগ বসালেন সেই নজিরে৷ তিনি হলেন মহিলা টি-টোয়েন্টি ক্রিকেটে যুগ্ম দ্রুততম হাফসেঞ্চুরির মালকিন হলেন৷ শেষ পর্যন্ত ১৯ বলে ৫২ রানে অপরাজিত থাকেন স্মৃতি। ৫টি চার ও ৪টি ছক্কায় সাজানো স্মৃতির ইনিংস। ওয়েস্টার্ন স্টর্মও ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৫ রান তোলে৷
#SmritiMandhana @mandhana_smriti #SixerStar Sected as the player of the match today for her great Innings of 52(19)* , holding a record of fastest 50 in #KSL2018 #KSL #StormTroopers #storm @WesternStormKSL pic.twitter.com/hUZWlZuNZ5
— Smriti Mandhana FC (@smriti18fc) July 29, 2018
লাইটনিং-র হয়ে পাল্টা ব্যাট করতে নেমে ডিভাইন,যাঁর বিশ্বরেকর্ডে এই ম্যাচেই ছুঁয়ে ফেলেন মন্ধনা, তিনি ২১ বলে ৪৬ রানে অপরাজিত থাকলেও দলকে জেতাতে পারেননি৷ শেষপর্যন্ত ১৮ রানে ম্যাচ জিতে নেয় স্মৃতির দল। ম্যাচের সেরা হয়েছেন স্মৃতি মন্ধনা৷