আইপিএলে এবার নতুন নামে দিল্লি ফ্র্যাঞ্চাইজি

কিন্তু হঠাত্ করে কেন নাম এবং লোগোতে বদল আনল দিল্লি ফ্র্যাঞ্চাইজি? যা নিয়ে কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

Updated By: Dec 5, 2018, 07:27 AM IST
আইপিএলে এবার নতুন নামে দিল্লি ফ্র্যাঞ্চাইজি

নিজস্ব প্রতিবেদন : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১২ তম সংস্করণে এসে নাম বদলে ফেলল দিল্লি ফ্র্যাঞ্চাইজি। গত ১১ বছর ধরে আইপিএলে খেলা দিল্লি ডেয়ারডেভিলস নামটি এখন অতীত। ২০১৯ সালের আইপিএল থেকেই নতুন নামে দেখা যাবে দিল্লি ফ্র্যাঞ্চাইজিকে।

দিল্লি ডেয়ারডেভিলস নাম বদলে হল দিল্লি ক্যাপিটালস। ২০১৯ সালে আইপিএলে এই নামেই খেলবে তারা।

দিল্লি ফ্র্যাঞ্চাইজির অন্যতম মালিক পার্থ জিন্দাল মঙ্গলবার দলের এই নতুন নামকরণ করেন। শুধু নাম বদলই নয় একই সঙ্গে বদলে গেল দলের লোগো। কিন্তু হঠাত্ করে কেন নাম এবং লোগোতে বদল আনল দিল্লি ফ্র্যাঞ্চাইজি? যা নিয়ে কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। অনেকই মনে করছেন দলের ভাগ্য ফেরাতেই না কি এমন পদক্ষেপ করেছেন ফ্র্যাঞ্চাইজি কর্তারা।

যদি একটু ফিরে তাকানো যায় দিল্লি দলের আইপিএলে পারফরম্যান্সের দিকে তাহলে দেখা যাবে, আইপিএলের প্রথম দুই সংস্করণের সেমিফাইনালে উঠেছিল দলটি। আর ২০১২ সালে প্লে-অফে খেলেছিল। বাকি কোনও বারই হেভিওয়েট দল গড়েও সাফল্য আসেনি। গ্রুপ পর্বের বাধা টপকাতে পারেনি তারা। নাম এবং লোগো বদলে এবার দিল্লির ভাগ্য ফেরে কিনা সেটাই এখন দেখার।   

আরও পড়ুন - ‘আমি ফুরিয়ে গিয়েছি, আমার সময় শেষ’, অবসর ঘোষণা গৌতির

.