আইপিএলে এবার নতুন নামে দিল্লি ফ্র্যাঞ্চাইজি
কিন্তু হঠাত্ করে কেন নাম এবং লোগোতে বদল আনল দিল্লি ফ্র্যাঞ্চাইজি? যা নিয়ে কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
নিজস্ব প্রতিবেদন : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১২ তম সংস্করণে এসে নাম বদলে ফেলল দিল্লি ফ্র্যাঞ্চাইজি। গত ১১ বছর ধরে আইপিএলে খেলা দিল্লি ডেয়ারডেভিলস নামটি এখন অতীত। ২০১৯ সালের আইপিএল থেকেই নতুন নামে দেখা যাবে দিল্লি ফ্র্যাঞ্চাইজিকে।
Dilliwasiyon, say hello to Delhi Capitals!#ThisIsNewDelhi pic.twitter.com/KFW8f3GIP7
— Delhi Capitals (@DelhiCapitals) December 4, 2018
দিল্লি ডেয়ারডেভিলস নাম বদলে হল দিল্লি ক্যাপিটালস। ২০১৯ সালে আইপিএলে এই নামেই খেলবে তারা।
We're all set for new beginnings! Here's the story behind our identity!#ThisIsNewDelhi #DelhiCapitals pic.twitter.com/ElLbQqx8PI
— Delhi Capitals (@DelhiCapitals) December 4, 2018
দিল্লি ফ্র্যাঞ্চাইজির অন্যতম মালিক পার্থ জিন্দাল মঙ্গলবার দলের এই নতুন নামকরণ করেন। শুধু নাম বদলই নয় একই সঙ্গে বদলে গেল দলের লোগো। কিন্তু হঠাত্ করে কেন নাম এবং লোগোতে বদল আনল দিল্লি ফ্র্যাঞ্চাইজি? যা নিয়ে কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। অনেকই মনে করছেন দলের ভাগ্য ফেরাতেই না কি এমন পদক্ষেপ করেছেন ফ্র্যাঞ্চাইজি কর্তারা।
Super proud to announce the new name and new look of the Delhi IPL team - can’t wait to get started - we are building a team all of Delhi will be proud of #ThisIsNewDelhi @DelhiCapitals https://t.co/og8fbKHRYc
— Parth Jindal (@ParthJindal11) December 4, 2018
যদি একটু ফিরে তাকানো যায় দিল্লি দলের আইপিএলে পারফরম্যান্সের দিকে তাহলে দেখা যাবে, আইপিএলের প্রথম দুই সংস্করণের সেমিফাইনালে উঠেছিল দলটি। আর ২০১২ সালে প্লে-অফে খেলেছিল। বাকি কোনও বারই হেভিওয়েট দল গড়েও সাফল্য আসেনি। গ্রুপ পর্বের বাধা টপকাতে পারেনি তারা। নাম এবং লোগো বদলে এবার দিল্লির ভাগ্য ফেরে কিনা সেটাই এখন দেখার।
আরও পড়ুন - ‘আমি ফুরিয়ে গিয়েছি, আমার সময় শেষ’, অবসর ঘোষণা গৌতির