Tokyo Olympics 2020: বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে হারলেন Pooja Rani
অলিম্পিক্সের আসরে আরও একটি পদকের আশা ভঙ্গ হল ভারতের।
Updated By: Jul 31, 2021, 05:18 PM IST
নিজস্ব প্রতিবেদন: অলিম্পিক্সের আসরে আরও একটি পদকের আশা ভঙ্গ হল ভারতের। মহিলাদের মিডলওয়েট বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন পূজা রানি (Pooja Rani)। চিনের Li Qian-এর কাছে পরাজিত হলেন তিনি। খেলার ফলাফল ০-৫।
#TokyoOlympics: Indian boxer Pooja Rani loses to Li Qian of China 0-5 in women's middleweight (69-75kg) quarter-finals. pic.twitter.com/f9F5qqNm1x
— ANI (@ANI) July 31, 2021
বক্সিংয়ে ভারতকে পদকের স্বপ্ন দেখাতে শুরু করে ছিলেন পূজা রানি। তৃতীয় ভারতীয় বক্সার হিসেবে অলিম্পিকের প্রথম ম্যাচ জেতার পাশাপাশি, দেশের দ্বিতীয় মহিলা বক্সার হিসেবে পূজা পৌঁছে যান মাল্টি স্পোর্টসের সবচেয়ে বড় ইভেন্টের কোয়ার্টার ফাইনালে। আলজেরিয়ার ইচরাক চাইবকে ৫-০ বাউটে গুঁড়িয়ে দেন পূজা।