ক্যাপ্টেনের দেশে পতনের পথে আরও একধাপ ব্রিটিশ সাম্রাজ্যের

ক্যাপ্টেনের ঘরের মাঠে কামাল করল টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ব্রিটিশদের সাত উইকেটে হারিয়ে দিল ধোনিবাহিনী। সৌজন্যে বহুদিনপর `টিম ইন্ডিয়া`। আরও খোলসা করে বললে ভারতীয়দের দল হিসাবে অলরাউন্ড পারফর্ম্যান্স। জাদেজাদের অসাধারণ স্পেলের কাছে প্রথম থেকেই নড়বড়ে ছিলেন ইংরেজরা। ৪২.২ ওভারে মাত্র ১৫৫ রানে গুটিয়ে যায় কুকদের ইনিংস। ফলে ভারত ২-১ এগিয়ে গেল সিরিজে। ভারতীয়দের বোলারদের মধ্যে সফলতম জাদেজা। তাঁর ঝুলিতে ৩টি উইকেট। ক্যাপ্টেন কুকের উইকেটটি ব্যক্তিগত ১৭ রানের মাথায় তুলে ইংরেজদের দূর্গে প্রাথমিক ফাটলটা ধরান বাংলার সামি আহমেদ। তারপর কার্যত তাসের ঘরের মত ভেঙে পড়ে পিটারসনদের ইনিংস। ইংরেজদের তরফে সর্বোচ্চ স্কোর জো রুটের। তাঁর সংগ্রহ ৩৯।
প্রত্যাশিত ভাবেই ইংল্যান্ডের এই ছোট টার্গেট ছুঁতে বিশেষ ঘাম ছোটাতে হয়নি ধোনি এন্ড কোম্পানিকে। ওপেন করতে নেমে রাহানে শূন্য রানে ফিরে গেলেও গম্ভীর আর কোহলির যূগলবন্দী জয়ের কাছাকাছি পৌঁছে দেয় ভারতকে। তেত্রিশ রান করে গম্ভীর প্যাভিলিয়নে ফিরে গেলে দলের হাল ধরেন কোহলি ও যুবরাজ। ভিভ রিচার্ডের পর একদিনের ক্রিকেটে দ্রুততম ৪০০০ রান পূরণ করলেন বিরাট কোহলি। ম্যাচের সেরাও তিনি। অপরাজিত থাকলেন ৬৮ রানে। যুবরাজ ২২ রানে ফিরে যাওয়ার পর ঘরের মাঠে ব্যাট হাতে নামেন মাহি। তাঁর একটি বাউন্ডারির সঙ্গেই ভারত টপকে যায় ১৫৫ রানের সীমারেখা।
আন্তর্জাতিক ক্রিকেটে খেলা হয়ে গেছে আট বছর। খেলে ফেলেছেন ২১৬টি একদিনের ম্যাচ। কিন্তু এই প্রথম ঘরের মাঠ রাঁচিতে খেলতে নামলেন ধোনি। শুক্রবার অবশ্য চোট পেয়ে সংশয় তৈরি হয়েছিল ধোনির খেলা নিয়ে। পরে ভারত অধিনায়ক জানিয়ে দেন তিনি ২০০ শতাংশ ফিট। ধোনিমুখর রাঁচি অনেক প্রত্যাশায় ছিল, রাত পোহালেই একটাই ডাক জেএসসিএ স্টেডিয়াম চল। হাউসফুল ৩৫ হাজার আসন। ঠিক কতটা আবেগ জড়িয়ে ছিল আজকের ম্যাচ নিয়ে তা যত বেশি বলা যায় হয়ত তত কম।
রাঁচির নতুন স্টেডিয়ামে এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেট হতে চলেছে। ম্যাচ ঘিরে তুমুল উত্সাহ ধোনির শহরে। ম্যাচ জিতলেই সিরিজে ২-১ এ এগিয়ে যাওয়ার হাতছানি টিম ইন্ডিয়ার সামনে। রাঁচিতে ভারতীয় দলে পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। গত ম্যাচে ১২৭ রানে জেতার পর প্রথম ১১ একই রেখেছিলেন ধোনি। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হারের পর পাকিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজও জিততে পারেনি ধোনির দল। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ ২-১ এগিয়ে গিয়ে অপরিসীম গ্লানির কিছুটা অন্তত্য অতিক্রম করতে পারলেন ভারতীয়রা।

English Title: 
india won 3rd oneday
Home Title: 

ক্যাপ্টেনের দেশে পতনের পথে আরও একধাপ ব্রিটিশ সাম্রাজ্যের

No
10787
Is Blog?: 
No
Section: