ইডেনে জয়ী ভারত
ইডেন টেস্টে হার বাঁচাতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। এক ইনিংস আর ১৫ রানে জিতে সিরিজে দুই শূন্য ম্যাচে এগিয়ে গেল ভারত। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ করে ৪৬৩ রান। প্রথম ইনিংসে ভারত ৭ উইকেটে ৬৩১ রান করে ডিক্লেয়ার করেছিল।
ইডেন টেস্টে হার বাঁচাতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। এক ইনিংস আর ১৫ রানে জিতে সিরিজে দুই শূন্য ম্যাচে এগিয়ে গেল ভারত। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ করে ৪৬৩ রান। প্রথম ইনিংসে ভারত ৭ উইকেটে ৬৩১ রান করে ডিক্লেয়ার করেছিল। জবাবে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস শেষ হয় ১৫৩ রানে। চতুর্থ দিনের শুরু থেকেই ভারতীয় বোলারদের বিরুদ্ধে দুরন্ত লড়াই চালান ডারেন ব্র্যাভো আর শিবনারায় চন্দ্রপল। চতুর্থ উইকেটে ১০৮ রান যোগ করেন এই দুই ব্যাটসম্যান। ৪৭ রানে চন্দ্রপলকে প্যাভিলিয়ানে ফেরান উমেশ যাদব। ইডেনে দুরন্ত শতরান করেন ডারেন ব্র্যাভো। তিনি ১৩৬ রানে আউট হওয়ার পর লড়াই চালাচ্ছিলেন মার্লন স্যামুয়েলস। কিন্তু তিনিও ৮৪ রানে আউট হওয়ার পর শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের যাবতীয় লড়াই। দ্বিতীয় ইনিংসে উমেশ যাদব চারটি, প্রজ্ঞান ওঝা, অশ্বিন এবং ইশান্ত দুটি করে উইকেট নিয়ে জয় এনে দেন ভারতকে। দুই ইনিংস মিলিয়ে যাদব সাতটি, ওঝা ছয়টি এবং অস্বিন চারটি উইকেট পান। ম্যাচের সেরা হয়েছেন ভিভিএস লক্ষ্মণ।