অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে ভাবনা শুরু ধোনিদের

ইংল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ জয়ের পরদিনই সুপার এইটের ম্যাচ নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিল ভারত। আগামী শুক্রবার কলম্বোয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুপার এইটের প্রথম ম্যাচে নামছেন ধোনিরা।এই ম্যাচে জিতলেই সেমিফাইনালের দিকে এক পা বাড়িয়ে রাখতে চায় ভারত।

Updated By: Sep 24, 2012, 06:04 PM IST

ইংল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ জয়ের পরদিনই সুপার এইটের ম্যাচ নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিল ভারত। আগামী শুক্রবার কলম্বোয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুপার এইটের প্রথম ম্যাচে নামছেন ধোনিরা।এই ম্যাচে জিতলেই সেমিফাইনালের দিকে এক পা বাড়িয়ে রাখতে চায় ভারত। সুপার এইটে ভারতের গ্রুপে অস্ট্রেলিয়া ছাড়াও রয়েছে পাকিস্তান (তবে বড় অঘটন ঘটলে পাকিস্তানের বদলে বাংলাদেশও উঠতে পারে)। এই গ্রুপ থেকে দুটি দল সেমিফাইনালে উঠবে। তাই সুপার এইটে অন্তত দুটি ম্যাচ জিততেই হবে। অর্থাত্‍ প্রথম ম্যাচে হার মানেই বিদায়ের রাস্তায় চলে যাওয়া।
গ্রুপ পর্যায়ের ম্যাচগুলো মূলত প্র্যাকটিশ হিসাবে দেখা হচ্ছিল। সেই হিসাবে দেখলে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের আসল লড়াই শুরু শুক্রবার থেকে। আর এই ম্যাচ থেকই নিজেদের উজাড় করে দিতে চান ধোনিরা।
এমনিতে টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার রেকর্ড সেরকম উজ্জ্বল নয়। আইসিসি`র র‌্যাঙ্কিং বলছে আয়ারল্যান্ডেরও পিছনে রয়েছে অসিরা। কিন্তু টি টোয়েন্টিতে কবেই বা আর র‌্যাঙ্কিং, ফর্ম এসব নিয়ে ম্যাচ জেতা গেছে। তা ছাড়া শেন ওয়াটসন, ডেভিড ওয়ার্নারের মত এমন সব ক্রিকেটার অস্ট্রেলিয়া দলে আছে যারা একাহাতে ম্যাচ বের করে আনতে পারে। এই ম্যাচে ফেভারিট হয়ে খেলতে নামা ভারতের কাছে এটাই চিন্তার। আরও একটা চিন্তার বিষয় দলগঠন। হরভজন, রোহিত শর্মারা এমন পারফরম্যান্স করে দিয়েছেন যার পর দলগঠন নিয়ে নতুন চিন্তাভাবনা শুরু করে দিতে হয়েছে।
সুপার এইটের দুটি গ্রুপ
গ্রুপ ই: ইংল্যান্ড, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ/ আয়ারল্যান্ড
গ্রুপ এফ: ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান/ বাংলাদেশ

.