ভাজ্জিরা ধোনির ঘুম ফেরালেন, ভারত জিতল
হোক না নিয়মরক্ষার ম্যাচ। তবু শান্তিতেই আজ রাতটা ঘুমোতে পারবেন মহেন্দ্র সিং ধোনি। দলের বোলাররা তাঁর রাতের ঘুম কেড়ে নিয়েছিল, সেই বোলাররাই আবার তাকে ঘুম ফিরিয়ে দিল। রবিবার ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে গ্রুপ সেরা হয়ে সুপার এইটে উঠল ভারত।
হোক না নিয়মরক্ষার ম্যাচ। তবু শান্তিতেই আজ রাতটা ঘুমোতে পারবেন মহেন্দ্র সিং ধোনি। দলের বোলাররা তাঁর রাতের ঘুম কেড়ে নিয়েছিল, সেই বোলাররাই আবার তাকে ঘুম ফিরিয়ে দিল। রবিবার ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে গ্রুপ সেরা হয়ে সুপার এইটে উঠল ভারত।
টি-২০ বিশ্বকাপের নিয়মরক্ষার ম্যাচে ইংল্যান্ডকে ৯০ রানে হারিয়ে দিল ভারত।
এদিন টসে জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানায় ইংল্যান্ড। ব্যাট করতে নেমে প্রথমেই ইরফান পাঠানের উইকেট হারায় ভারত। তারপর ব্যাটিংয়ের হাল ধরেন বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর। কোহলি ৪০ রানে আউট হয়ে যাওয়ার পর ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যান গম্ভীর এবং রোহিত শর্মা। ৪৫ রান করে আউট হন গম্ভীর। ৫৫ রান করে অপরাজিত থাকেন রোহিত। নির্ধারিত কুড়ি ওভারে চার উইকেটে ১৭০ রান করে ভারত। ১৭১ রানের লক্ষ্যমাত্রা হাতে নিয়ে ব্যাট করতে নেমে মাত্র ৮০ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ম্যাচে চারটি উইকেট পেয়েছেন হরভজন সিং। দুদলই অবশ্য আগেই সুপার এইটে পৌঁছে গেছে।