সোমবার দ্বিতীয় টি২০ ম্যাচে হারের বদলা নিতে মাঠে নামছে ধোনির ভারত

হারারেতে টি-টোয়েন্টি  সিরিজ বাঁচানোর লক্ষ্যে সোমবার জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলতে নামছে ভারত। শূণ্য-এক ব্যবধানে পিছিয়ে থাকা মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন তরুণ ভারতীয় ব্রিগেডের লক্ষ্য সিরিজে সমতা ফেরানো।  প্রথম ম্যাচে মনদীপ সিং,মনীশ পান্ডেরা শুরুটা ভাল করেও শেষরক্ষা করতে পারেননি। জিম্বাবোয়েতে এবারের সফরে সবথেকে বড় পরীক্ষার মুখে পড়ছেন ভারতের তরুণ ক্রিকেটাররা।

Updated By: Jun 19, 2016, 11:06 PM IST
সোমবার দ্বিতীয় টি২০ ম্যাচে হারের বদলা নিতে মাঠে নামছে ধোনির ভারত

ওয়েব ডেস্ক: হারারেতে টি-টোয়েন্টি  সিরিজ বাঁচানোর লক্ষ্যে সোমবার জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলতে নামছে ভারত। শূণ্য-এক ব্যবধানে পিছিয়ে থাকা মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন তরুণ ভারতীয় ব্রিগেডের লক্ষ্য সিরিজে সমতা ফেরানো।  প্রথম ম্যাচে মনদীপ সিং,মনীশ পান্ডেরা শুরুটা ভাল করেও শেষরক্ষা করতে পারেননি। জিম্বাবোয়েতে এবারের সফরে সবথেকে বড় পরীক্ষার মুখে পড়ছেন ভারতের তরুণ ক্রিকেটাররা।

কারণ, একদিনের সিরিজে এরকম কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়নি ভারতকে। হারারেতে দ্বিতীয় ম্যাচে ভারতীয় দল থেকে বাদ পড়তে পারেন ঋষি ধাওয়ান ও উনাদকর। দলে আসতে পারন ধবল কুলকার্নি ও শরণ। 

.