মারমুখী ধোনি, কোনওক্রমে নিজের পা বাঁচালেন কেএল রাহুল
বারাবটি স্টেডিয়ামে মহেন্দ্র সিং ধোনির জোরালো শট থেকে কোনওক্রমে নিজেকে বাঁচালেন কেএল রাহুল।
নিজস্ব প্রতিবেদন: বয়সকে মাত্র একটা সংখ্যায় পরিণত করে ফেলেছেন মহেন্দ্র সিং ধোনি। দিন কয়েক আগে একশো মিটার রেসে ১২ বছরের ছোট হার্দিক পাণ্ড্যকে হারিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। বুধবার তাঁর জোরালো শট থেকে কোনওক্রমে বাঁচলেন কেএল রাহুল। আবার শেষ বলে ধোনির ব্যাট থেকে বেরিয়ে এল হেলিকপ্টার শট।
বারাবটি স্টেডিয়ামে এদিন চার নম্বরে নেমেছিলেন ধোনি। ২২ বলে ৩৯ রানের ইনিংস খেলেন। যার মধ্যে চারটি বাউন্ডারি ও একটি সিক্স রয়েছে। প্রথম বাউন্ডারিটি মারেন মিড অনে। আর সেই শটের এত জোর ছিল, যে নিজেকে বাঁচাতে পড়ে যান অপরপ্রান্তের ব্যাটসম্যান কেএল রাহুল।
আরও পড়ুন- নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন বিরাট কোহলি, অনুষ্কা শর্মা
এদিন আবারও শেষ বলে হেলিকপ্টার শট বেরিয়ে এল মাহির ব্যাট থেকে। টিটোয়েন্টিতে ৮ বার শেষ বলে ছক্কা মেরেছেন ধোনি। একদিনের ক্রিকেটে ১৩ বার শেষ বলে ছক্কা হাঁকিয়েছেন। এদিন আবার এবি ডেভিলিয়ার্সের রেকর্ডও ধরে ফেলেছেন ধোনি। একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি স্টাম্পিংয়ের মালিক ভারতের প্রাক্তন অধিনায়ক। এদিন দুটি স্টাম্পিং করে টিটোয়েন্টিতে ডেভিলিয়ার্সের রেকর্ড স্পর্শ করলেন মাহি। টিটোয়েন্টিতে দুজনেরই স্টাম্পিংয়ের সংখ্যা ৭২।
Last Ball SIX By Thala Dhoni pic.twitter.com/KYCSZOe4gs
— Trends Dhoni ™ (@TrendsDhoni) December 20, 2017
God Of Stumping pic.twitter.com/3wHpAeEA5Y
— Trends Dhoni (@TrendsDhoni) December 20, 2017