R Ashwin: মোহালিতে মাইলস্টোনের সামনে অশ্বিন, কিংবদন্তি কপিলকে টপকে যাওয়ার হাতছানি

মোহালিতে অশ্বিনের সামনে ইতিহাস লেখার হাতছানি।

Updated By: Mar 2, 2022, 05:54 PM IST
R Ashwin: মোহালিতে মাইলস্টোনের সামনে অশ্বিন, কিংবদন্তি কপিলকে টপকে যাওয়ার হাতছানি
রেকর্ডের সামনে অশ্বিন

নিজস্ব প্রতিবেদন: আগামী ৪ মার্চ ভারত-শ্রীলঙ্কা (IND vs SL) দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট (India vs Sri Lanka 1st Test)। খেলা হবে মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে। দলে ফিরেছেন দেশের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। চেন্নাইয়ের বাসিন্দা শেষবার দেশের জার্সিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে সীমিত ওভারের ক্রিকেট খেলেন। এরপরেই অজানা চোটে অশ্বিন দল থেকে ছিটকে যান। 

মোহালিতে অশ্বিনের সামনে অনন্য মাইলস্টোন স্পর্শ করার হাতছানি। শ্রীলঙ্কার বিরুদ্ধে অশ্বিন আর ৫ উইকেট পেলেই ভারতের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি হয়ে যাবেন। অশ্বিন এখনও পর্যন্ত ৮৪ ম্যাচে ৪৩০টি উইকেট নিয়েছেন। অশ্বিনের ঠিক আগেই রয়েছেন কিংবদন্তি কপিল দেব। তাঁর ঝুলিতে আছে ৪৩৪টি উইকেট। অশ্বিন আর পাঁচ উইকেট পেলেই চলে আসবেন ঠিক অনিল কুম্বলের পরের আসনে। কিংবদন্তি প্রাক্তন স্পিনারের ঝুলিতে আছে ৬১৯টি টেস্ট উইকেট।

ভারতের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি যাঁরা:
অনিল কুম্বলে-৬১৯
কপিল দেব-৪৩৪
আর অশ্বিন-৪৩০*
হরভজন সিং-৪১৭
ইশান্ত শর্মা-৩১১

চোট সারিয়ে দলে ফিরে মোহালির নেটে ঘাম ঝড়াচ্ছেন অশ্বিন। চুটিয়ে সারছেন প্রস্তুতি। এখন প্রশ্ন অশ্বিন কি আদৌ ম্যাচ ফিট? প্রথম টেস্টের তিন দিন আগে প্রাক ম্য়াচ সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। দলের ভাইস ক্যাপ্টেন দিয়েছিলেন অশ্বিনের সাম্প্রতিক আপডেট। বুমরা সাংবাদিকদের বলেন, "অশ্বিনকে নিয়ে কোনও অভিযোগ নেই। ওকে দেখে ভাল লাগছে। এদিন ট্রেনিংয়ে ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং করেছে। আশা করি ওকে নিয়ে কোনও ইস্যু হবে না।" অশ্বিন তাঁর ৪৩০টি টেস্ট উইকেটের মধ্যে ঘরের মাঠেই পেয়েছেন ৩০০ উইকেট। ৫৪ ম্যাচে দ্রুততম ৩০০ উইকেট নেওয়ার নজির গড়েছেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে অশ্বিনের খেলা যে শুধু সময়ের অপেক্ষা, তা এখনই বলা যায়। অশ্বিন যে ম্য়াচ ফিট হয়ে গিয়েছেন, তা বুঝিয়েই দিলেন বুমরা। 

আরও পড়ুন: Virat Kohli's 100th Test: দূরত্ব মিটিয়ে মাইলস্টোন ম্যাচের আগে Kohli-র বিরাট প্রশংসা করলেন Sourav Ganguly

আরও পড়ুনIPL 2022: ৮ মার্চের মধ্যে ১০ দল মুম্বইতে! বাবলে প্রবেশের আগে ৩-৫ দিনের কোয়ারেন্টাইন

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.