Virat Kohli's 100th Test: দূরত্ব মিটিয়ে মাইলস্টোন ম্যাচের আগে Kohli-র বিরাট প্রশংসা করলেন Sourav Ganguly

কোহলির পাশে সৌরভ।   

Updated By: Mar 2, 2022, 05:24 PM IST
Virat Kohli's 100th Test: দূরত্ব মিটিয়ে মাইলস্টোন ম্যাচের আগে Kohli-র বিরাট প্রশংসা করলেন Sourav Ganguly
দূরত্ব মিটিয়ে কোহলির পাশে সৌরভ। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরেই শততম টেস্ট খেলতে নামবেন বিরাট কোহলি। এমন মাইলস্টোন ম্যাচের আগে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা পেলেন কোহলি। গত কয়েকমাসে দুই মহা তারকার সম্পর্কের অবনতি হয়েছে। সেটা নিয়ে উত্তাল হয়েছিল ভারতীয় ক্রিকেট। তবে ৪ মার্চ মোহালিতে খেলতে নামার আগে কোহলির পাশে দাঁড়িয়ে বার্তা দিলেন মহারাজ। 

ভারতীয় ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে এখনও পর্যন্ত মাত্র ১১ জন ১০০টির বেশি টেস্ট খেলার মর্যাদা অর্জন করেছেন। সেটা মনে করিয়ে সৌরভ বলেন, "বিরাটের ১০০তম টেস্ট বলে কথা। ম্যাচটা দেখতেই হবে।" কোহলির প্রশংসা করতে গিয়ে সৌরভ ফের বলেন, "১০০টি টেস্ট খেলা কিন্তু মুখের কথা নয়। খুব সংখ্যক ক্রিকেটার ১০০টি-র বেশি টেস্ট খেলেছেন। এখানেই বোঝা যায় যে বিরাট কত বড় মাপের ক্রিকেটার।" 

২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে চির বিদায় জানিয়েছিলেন সৌরভ। ঠিক সেই বছর কোহলি সীমিত ওভারের ক্রিকেটে অভিষেক ঘটিয়েছিলেন। এরপর ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে পা রাখেন 'কিং কোহলি'। সৌরভ যোগ করলেন, "আমি বিরাটের সঙ্গে খেলিনি। তবে ওর  ব্যাটিং সবসময় মন দিয়ে দেখেছি। বিরাটকে ওর কেরিয়ারের শুরু থেকে দেখেছি। একজন প্রতিভাবান থেকে ও নিজেকে লেজেন্ডের পর্যায়ে নিয়ে গিয়েছে। তাই আমি চাই ওর কেরিয়ার দীর্ঘায়িত হোক।" 

২০১৩ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন সচিন তেন্ডুলকর। এরপর থেকে লাল বলের খেলায় চার নম্বরে ব্যাট করে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন কোহলি। যদিও বোর্ড প্রধান সচিন ও কোহলির মধ্যে তুলনায় যেতে রাজি নন। বরং সৌরভ যোগ করলেন, "ওরা দুই প্রজন্মের ক্রিকেটার। তাই দুজনের তুলনা করা সঠিক নয়। তবে টেস্ট ও সীমিত ওভারের ক্রিকেট, বিরাট কিন্তু সব জায়গায় দুরন্ত ব্যাটিং করে। ওর টেকনিক, ইতিবাচক মানসিকতা, বডি ব্যালান্স দেখার মতো বিষয়। ২০১৪ সালে ইংল্যান্ড সফরে বিরাট ব্যর্থ হয়েছিল। তবে ব্যর্থতাকে শিক্ষা নিয়ে ও এগিয়ে চলেছে। এখন ওর ব্যাটিং দেখে রাহুল দ্রাবিড়ের কথা মনে পরে যায়। ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত রাহুল স্বপ্নের ফর্মে ছিল।"  

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পরেই নেতৃত্ব ছেড়ে দেন। ফলে দীর্ঘ সাত বছর পর এই প্রথমবার নেতার জোব্বা ছেড়ে মাঠে নামবেন কোহলি। তাও আবার রোহিত শর্মার নেতৃত্বে। যদিও সৌরভ মনে করেন নেতার তকমা না থাকলেও কোহলির নিজেকে মেলে ধরতে কোনও অসুবিধা হবে না। 

সৌরভ শেষে বলেন, "কঠিন সময় সবার জীবনে আসে। সেগুলো নিয়ে লেখালেখি হয়। কথাবার্তা হয়। আসলে গত দুই বছর শতরান না পাওয়ার জন্যই এত আলোচনা হচ্ছে। কিন্তু একটা শতরান সব হিসেব বদলে দেবে।" 

আরও পড়ুন: Wriddhima Saha Controversy : অপমানিত ঋদ্ধির পাশে Dinesh Karthik

আরও পড়ুন: IPL 2022: ৮ মার্চের মধ্যে ১০ দল মুম্বইতে! বাবলে প্রবেশের আগে ৩-৫ দিনের কোয়ারেন্টাইন

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.