বিশ্বকাপে ইন্দো-পাক মহারণ : প্রাথমিক ধাক্কা সামলে হায়দর-রোহিলের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে পাকিস্তান
নিজস্ব প্রতিবেদন: বাউন্সারে বিপক্ষকে বেসামাল করার মন্ত্র নিয়েই এদিন পাকিস্তানের ব্য়াটসম্যানদের বিরুদ্ধে নেমেছিলেন কার্তিক ত্যাগী, সুশান্ত মিশ্র, আকাশ সিংরা। আর তাতেই অবশ্য বাজিমাত করেন সুশান্ত। মাত্র চার রানেই সাজঘরের পথ দেখান পাক ওপেনার মহম্মদ হুরাইরাকে। কোয়ার্টার ফাইনালে আফগানিস্তানের বিরুদ্ধে এই হুরাইরা কিন্তু জয়ের ভিত গড়ে দিয়েছিলেন। এদিন অবশ্য পারলেন না।
Plenty of support for Pakistan and India in Potchefstroom!@navkrish55 caught up with some of the fans making a LOT of noise.#U19CWC | #INDvPAK | #FutureStars pic.twitter.com/Cgjl5WYLHK
— Cricket World Cup (@cricketworldcup) February 4, 2020
পতচেফস্ট্রফ টস জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক। হুরাইরা আউট হতেই নামেন ফাওয়াদ মুনির। ১৬ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি তিনি। বিশনোইয়ের বলে আউট হন। তবে এরপর পাক অধিনায়ক রোহিল নাজির কিন্তু ওপেনার হায়দর আলির সঙ্গে জুটি বেঁধে পাকিস্তানকে শক্ত ভিতের ওপর দাঁড় করানোর লড়াই চালিয়ে যাচ্ছেন। দুরন্ত হাফ-সেঞ্চুরি করে লড়াই চালিয়ে যাচ্ছেন হায়দর আলি।
Excellent half-century from Pakistan opener Haider Ali.
Alongside Rohail Nazir, Pakistan are building a steady platform!#U19CWC | #INDvPAK | #FutureStars pic.twitter.com/ytMbYF1cEa
— Cricket World Cup (@cricketworldcup) February 4, 2020
২৫ ওভার শেষ পাকিস্তানের সংগ্রহ ৯৫/ ২। ৫৬ রানে অপরাজিত রয়েছেন হায়দর আলি। রোহিল নাজির ২৮ রানে নটআউট রয়েছেন। বিশ্বকাপের মঞ্চে ভারত-পাকিস্তান মেগা ফাইট ঘিরে উন্মাদনা তুঙ্গে। সে যতই হোক না অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।
আরও পড়ুন - IND vs NZ 2020: হ্যামিলটনে প্রথম ম্যাচে কে কে ওপেন করবেন? জানিয়ে দিলেন ক্যাপ্টেন কোহলি