ভারত-ইংল্যান্ড শেষ চারের মহারণ; কখন, কোথায় দেখবেন Live;জেনে নিন

ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠার হাতছানি ব্লু ব্রিগেডের সামনে।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Mar 5, 2020, 08:44 AM IST
ভারত-ইংল্যান্ড শেষ চারের মহারণ; কখন, কোথায় দেখবেন Live;জেনে নিন

নিজস্ব প্রতিবেদন:  বৃহস্পতিবার আইসিসি ওমেন'স টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা সেমি ফাইনাল। শেষ চারের লড়াইয়ে হরমনপ্রীতদের সামনে ইংল্যান্ড। দু'বছর আগে এই ইংল্যান্ডের কাছে হেরেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনাল থেকে ছিটকে যেতে হয়েছিল ভারতীয় প্রমিলাবাহিনীকে। অ্যান্টিগায় সেই হারের বদলা নিতে মরিয়া হ্যারিরা। ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠার হাতছানি ব্লু ব্রিগেডের সামনে।

#আজ কোথায় হবে ভারত বনাম ইংল্যান্ড আইসিসি ওমেনস টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেমি ফাইনাল ম্যাচটি?
ভারত বনাম ইংল্যান্ড আইসিসি ওমেনস টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেমি ফাইনাল ম্যাচটি হবে সিডনিতে।  
#কখন শুরু ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ?
ভারতীয় সময় সকাল ৯:৩০ মিনিটে শুরু হবে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ।
#কোথায় দেখবেন ভারত বনাম ইংল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ Live?
ভারত বনাম ইংল্যান্ড সেমি ফাইনাল ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক-এ।
#ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় দেখবেন?
ভারত বনাম ইংল্যান্ড মহারণের লাইভ স্ট্রিমিং দেখা যাবে হটস্টার-এ।

এদিকে সিডনিতে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে ফায়দা ভারতেরই।  সেক্ষেত্রে ফাইনালে চলে যাবে ব্লু ব্রিগেড। আইসিসির নিয়ম বলছে, সেমিফাইনাল ম্যাচ না হলে গ্রুপ পর্বে যে দলের পয়েন্ট বেশি তাকে বিজয়ী ঘোষণা করা হবে। ভারতীয় দল গ্রুপ শীর্ষে থেকে সেমিতে উঠেছে।

আরও পড়ুন - সিডনিতে মুষলধারায় বৃষ্টি, বিশ্বকাপ সেমিফাইনাল ভেস্তে গেল ফায়দা ভারতের!

 

.