I LEAGUE 2019-20: চেন্নাইয়ের বিরুদ্ধে জিতলেই নজির গড়বে মোহনবাগান
টানা সাত ম্যাচ জিতলেও গতবারের চ্যাম্পিয়নদের মোকাবিলা করার আগে সতর্ক বাগানের স্প্যানিশ কোচ।
নিজস্ব প্রতিবেদন: অপ্রতিরোধ্য মোহনবাগান। দ্বিতীয়বারের জন্য সবুজ-মেরুনের আই লিগ জয় শুধু সময়ের অপেক্ষা। বৃহস্পতিবার কল্যাণীতে মোহনবাগানের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সিটি এফসি।
টানা ১২ ম্যাচ অপরাজিত থেকে বৃহস্পতিবার কল্যাণীতে চেন্নাই সিটির বিরুদ্ধে নামছেন বেইটিয়ারা। কাতসুমিদের বিরুদ্ধে অপারজিত থাকলে নয়া নজির গড়বে ভিকুনার দল। করিম বেঞ্চিরিফা আর সঞ্জয় সেন জমানায় টানা বারো ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছিল মোহনবাগানের। বৃহস্পতিবার সেই রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগ সবুজ-মেরুনের সামনে।
Runaway leaders @Mohun_Bagan face defending champions @ChennaiCityFC in Kalyani
Read https://t.co/POqKLMNAcy#MBCCFC #HeroILeague #LeagueForAll #IndianFootball pic.twitter.com/e0OmVbVN2v
— Hero I-League (@ILeagueOfficial) March 4, 2020
টানা সাত ম্যাচ জিতলেও গতবারের চ্যাম্পিয়নদের মোকাবিলা করার আগে সতর্ক বাগানের স্প্যানিশ কোচ। লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত কিছুতেই আত্মতুষ্ট হতে চান না তিনি। চোটের জন্য এই ম্যাচেও নেই সাইরাস। কার্ড সমস্যায় খেলতে পারবেন না তুরসনভও। তার জায়গায় খেলতে পারেন শিল্টন ডি সিলভা অথবা রোমারিও। বাকি দল অপরিবর্তিই থাকছে।
আগের ম্যাচে ট্রাউকে হারালেও দ্বিতীয়ার্ধে চেনা মোহনবাগানকে পাওয়া যায়নি। তবে ঘরের মাঠে পাসিং ফুটবলে ঝড় তুলে ৩ পয়েন্ট নিতে তৈরি পাপা বাবাকার দিওয়ারা-ফ্রান গঞ্জালেসরা।
আরও পড়ুন - করোনা আতঙ্ক: সূচি মেনে IPL শুরু হবে কি? জানিয়ে দিল সৌরভের বোর্ড