India Vs England: ফিল্ডিং করার সময়ে কাঁধে চোট, ওয়ান-ডে সিরিজের বাইরে Shreyas Iyer

ভারতীয় শিবিরে দুঃসংবাদ।

Updated By: Mar 24, 2021, 11:14 PM IST
India Vs England: ফিল্ডিং করার সময়ে কাঁধে চোট, ওয়ান-ডে সিরিজের বাইরে Shreyas Iyer

নিজস্ব প্রতিবেদন: ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে জিতেও স্বস্তি নেই ভারতীয় দলে। চোটের জন্য এই সিরিজে আর খেলতে পারবেন না নির্ভরযোগ্য ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। এমনকী, IPL-র প্রথম কয়েকটি ম্যাচে হয়তো মাঠে নামতে পারবেন না তিনি। বোর্ড সূত্রে খবর তেমনই।

তখন অষ্টম ওভারে ব্যাট করছে ইংল্যান্ড। গতকালের ম্যাচে বাউন্ডারি বাঁচাতে গিয়ে কাঁধে চোট পান শ্রেয়স। ব্যাথায় রীতিমতো কাতরাতে কাতরাতে মাঠ ছাড়েন তিনি। আর ফিল্ডিং করতে নামেননি। জানা গিয়েছে, কাঁধে স্ক্যান করে দেখা গিয়েছে, হাড় সরে গিয়েছে শ্রেয়সের। আঘাত বেশ গুরুতর। সুস্থ হয়ে ফের মাঠে ফিরতে সময় লাগবে। ফলে ইংল্যান্ডে বিরুদ্ধে বাকি ২ টো ওয়ান-ডেই শুধু নয়, IPL প্রথম কয়েক ম্যাচে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে পারবেন না শ্রেয়স আইয়ার। উল্লেখ্য, দিল্লি ক্যাপিটালসে  তিনিই অধিনায়ক।

 

 

ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ওয়ান-ডে-তে চোট পেয়েছিলেন রোহিত শর্মাও। আপাতত তাঁর কনুই-র আঘাতের দিকে নজর রাখছেন ভারতীয় দলের চিকিৎসকরা। পরবর্তী ম্যাচে কি খেলতে পারবেন? এখনও পর্যন্ত বোর্ডে তরফে কিছু জানানো হয়নি। 

.