India vs Bangladesh: কেমন ছিল মীরপুর টেস্টের দ্বিতীয় দিন? ঋষভ-শ্রেয়স খেলেলেন একেবারে টি-টোয়েন্টি মেজাজে
India vs Bangladesh 2nd Test update: ঋষভ পন্থ ও শ্রেয়স আইয়ার মারকাটারি ইনিংস খেলে মীরপুরে জ্বলে উঠলেন। ভারতের প্রাথমিক ধাক্কা সামাল দিতে পেরেছে তাঁদের ব্যাটে ভর করেই। দেখে নিন কেমন ছিল মীরপুর টেস্টের দ্বিতীয় দিন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছে ভারত (India vs Bangladesh 2nd Test)। মীরপুরে ১৮৮ রানে জিতে সিরিজে ১-০ এগিয়ে কেএল রাহুল (KL Rahul) অ্যান্ড কোং। চট্টগ্রামে যেখানে শেষ করেছিল ভারত, মীরপুরে ঠিক সেখান থেকেই শুরু করেছিল রাহুল অ্যান্ড কোং। শুক্রবার মীরপুর টেস্টের দ্বিতীয় দিনে ভারত ৮০ রানে এগিয়ে। গতকাল টেস্টের প্রথম দিনেই মুখ থুবড়ে পড়েছিল সাকিব আল হাসান অ্যান্ড কোং (Shakib Al Hasan)। শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল আয়োজক দেশ। উমেশ যাদব ও রবিচন্দ্রন অশ্বিনদের দাপটে সাকিবদের প্রথম ইনিংসের গল্প শেষ হয়ে গেল মাত্র ২২৭ রানে।
আরও পড়ুন: India vs Bangladesh 2nd Test: প্রথম দিনেই বেসামাল বাংলাদেশ! উমেশ-অশ্বিন দাপটে ২২৭ রানে গল্প শেষ
গতকালের অপরাজিত ব্যাটার ক্যাপ্টেন রাহুল (৩) ও শুভমান গিল (১৪) ১৯ রানে ইনিংস শুরু করেছিলেন। তবে আর মাত্র ১৯ রান যোগ করেই তাঁরা ফিরে যান ড্রেসিংরুমে। তাইজুল ইসলামের বলে দুই ওপেনারই এলবিডব্লিউ হয়ে যান। রাহুল ১০ ও গিল ২০ রানে ফেরেন। এরপর চেতেশ্বর পূজারা (২৪) ও বিরাট কোহলিও (২৪) ছাপ রাখতে পারেননি ব্যাট হাতে। ৯৪ রানে ভারতের প্রথম চার উইকেট চলে যায় সাজঘরে। তবে মিডল অর্ডারে অন্য কিছু করার পরিকল্পনাই ছিল ঋষভ পন্থ ও শ্রেয়স আইয়ারের। পঞ্চম উইকেটে জুটি বেঁধে ১৫৯ রান যোগ করলেন তাঁরা। নিজেদের 'ব্যাজবল' সংস্করণের ক্রিকেট খেললেন তাঁরা। পন্থ ১০৪ বলে ৯৩ করে ফিরে যান। মাত্র সাত রানের জন্য সেঞ্চুরি মাঠে রেখে আসেন তিনি। আইয়ারের ব্যাট থেকে আসে ১০৫ বলে ৮৭ রান। এরপর আর অশ্বিন (১২), জয়দেব উনাদকাট (১৪) ও উমেশ যাদব (১৪) মিলে ৩১৪ রান করেন। দ্বিতীয় দিনের শেষে বাংলাদেশ সাত রান তুলেছে। নাজমুল হোসেন শান্ত (৫) ও জাকির হাসান (২) অপরাজিত আছেন ক্রিজে।
আরও পড়ুন: IPL Auction 2023 Highlights: ১৮.৫ কোটির কারেন, চল্লিশেও দল পেলেন অমিত, বাংলাদেশের লিটন এবার কলকাতার
চোটের জন্য এই টেস্টে দলের বাইরে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর বদলে নেতৃত্বে কেএল রাহুল। ফাস্টবোলার মহম্মদ শামি ও অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা চোট সারিয়ে পুরোপুরি সেরে ওঠেনি এখনও। শামিকে কাঁধ ও জাদেজাকে হাঁটু ভোগাচ্ছে। ফলে শামি-জাদেজা টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। তাঁদের পরিবর্তে নবদীপ সাইনি ও সৌরভ কুমার এসেছেন। এর পাশাপাশি জোরে বোলার উনাদকাটকেও দলে নেওয়া হয়েছে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)