অশ্বিনের ছয় কা দম তবু ক্রিজে দাপট ক্লার্কের

হায়দরাবাদের জোড়া বিস্ফোরণের জেড়ে দ্বিতীয় টেস্ট নিয়ে অনিশ্চিয়তার মধ্যেই চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টটি খেলতে নামল ভারত। আজ সকালে টসে জিতে চিপকে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক। চিপকের স্পিনিং ট্র্যাকে অস্ট্রেলিয়দের বিপাকে ফেলতে খুব দ্রুত হরভজন-অশ্বিন জুটিকে আক্রমণে নিয়ে আসেন ক্যাপ্টেন ধোনি। যদিও অসিদের বিরুদ্ধে চিরকাল ভয়ঙ্কর ভাজ্জির পরিচিত ভঙ্গীর এখনও পর্যন্ত আভাস পায়নি চিপকের স্টেডিয়াম, কিন্তু অন্যদিকে অশ্বিনের বলে বেশ কিছুটা অস্বস্তিতে পড়েন ক্যাঙ্গারুর দেশের ওপেনাররা। তাঁর বলেই পরাজিত হয়ে দলীয় ৬৬ রানের মাথায় প্যাভেলিয়নে ফিরে যান ওপেনার কোয়ান (২৯)। ওয়ানডাউনে নামা হিউগসও ব্যক্তিগত ১৫ রানের মাথায় অশ্বিনের বলেই বোল্ড হন। স্কোরবোর্ডে তখন ক্লার্কদের সংগ্রহ ৭২। তবে এই ধাক্কাটা সামলিয়ে ক্রিজে এখন মোটামুটি শক্ত ঘাঁটি গড়বার লক্ষ্যে এগোচ্ছেন আর এক ওপেনার ওয়ার্নার। সেরে ফেলেছেন নিজের অর্ধশতরান। লাঞ্চ অবধি ৫৮ রানে অপরাজিত তিনি। তাঁর সঙ্গেই ক্রিজে আছেন শেন ওয়াটসন। এখনও পর্যন্ত তাঁর সংগ্রহ ২৮। লাঞ্চ অবধি ব্যাগি গ্রিনদের ঝুলিতে ২ উইকেটের বিনিময়ে ১২৬ রান।

Updated By: Feb 22, 2013, 12:19 PM IST

অস্ট্রেলিয়া- ৩১৬/৭ (৯৫ ওভার)
মাইকেল ক্লার্ক- ১০৩
পিটার সিডল- ১
ভারতের বোলিং-
রবিচন্দ্রন অশ্বিন- ৩০ ওভার - ৮৮ রান - ৬ উইকেট
রবিন্দ্র জাদেজা- ২৪ ওভার - ৫৬ রান - ১ উইকেট

** দিনের মতো প্রথম দিনের খেলা শেষ হল। শেষ মুহুর্তে যেন মেজাজ হারিয়ে ২ উইকেট খোয়ালো অসি দল। অধিনায়ক অপরাজিত ১০৩ রানে ক্রিজে রয়েছেন।
** অস্ট্রেলিয়ার অধিনায়ক চিপকের মাঠে তাঁর ২৩তম শতরান পূরণ করেন। অসমান্য একটা ইনিংস উপহার দেন। প্রথমদিকে দলের নড়বড়ে জায়গাতে একটা শক্ত ভিত গড়লেন।
 
** অসি দলের ৩০০ দোরগোড়া পেরোতেই আরও ২ টি উইকেট হারাল। মসেস হেনরিকস টেস্ট ক্রিকেটের অভিষেকে অনবদ্য ৬৮ রান দলকে আরও সাবলীল জায়গায় নিয়ে যায়। অশ্বিনের বলে আউট হন। মিচেল স্টার্ক মাত্র ৩ রান করেন। জাদেজার বলে বোল্ড হন।
** অধিনায়ক এখনও অপরাজিত ৩৯ রানে। অশ্বিন একাই ৫ উইকেট নিয়েছেন। এখনও পর্যন্ত ২০ ওভার ৩ বল করে মাত্র ৫০ রান দিয়েছেন। কামব্যাক হরভজন পুরোপুরি ব্যর্থ।
** লাঞ্চ পর মূল্যবান ২ উইকেট হাতছাড়া হয় অসি দলের। শেন ওয়াটসন মাত্র ২৮ রানে এলবিডব্লু হন রবিচন্দ্রন অশ্বিনের বলে। ঠিক তাঁর দ্বিতীয় ওভারে আর একটি উইকেট তুলে নেন। ডেভিড ওয়ার্নারকেও একইভাবে এলবিডব্লু করেন। ওয়ার্নার ৫৯ রানে রানে প্যাভিলিয়নে ফিরে যান।  
হায়দরাবাদের জোড়া বিস্ফোরণের জেড়ে দ্বিতীয় টেস্ট নিয়ে অনিশ্চিয়তার মধ্যেই চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টটি খেলতে নামল ভারত। আজ সকালে টসে জিতে চিপকে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক। চিপকের স্পিনিং ট্র্যাকে অস্ট্রেলিয়দের বিপাকে ফেলতে খুব দ্রুত হরভজন-অশ্বিন জুটিকে আক্রমণে নিয়ে আসেন ক্যাপ্টেন ধোনি। যদিও অসিদের বিরুদ্ধে চিরকাল ভয়ঙ্কর ভাজ্জির পরিচিত ভঙ্গীর এখনও পর্যন্ত আভাস পায়নি চিপকের স্টেডিয়াম, কিন্তু অন্যদিকে অশ্বিনের বলে বেশ কিছুটা অস্বস্তিতে পড়েন ক্যাঙ্গারুর দেশের ওপেনাররা। তাঁর বলেই পরাজিত হয়ে দলীয় ৬৬ রানের মাথায় প্যাভেলিয়নে ফিরে যান ওপেনার কোয়ান (২৯)। ওয়ানডাউনে নামা হিউগসও ব্যক্তিগত ১৫ রানের মাথায় অশ্বিনের বলেই বোল্ড হন। স্কোরবোর্ডে তখন ক্লার্কদের সংগ্রহ ৭২। তবে এই ধাক্কাটা সামলিয়ে ক্রিজে এখন মোটামুটি শক্ত ঘাঁটি গড়বার লক্ষ্যে এগোচ্ছেন আর এক ওপেনার ওয়ার্নার। সেরে ফেলেছেন নিজের অর্ধশতরান। লাঞ্চ অবধি ৫৮ রানে  অপরাজিত তিনি। তাঁর সঙ্গেই ক্রিজে আছেন শেন ওয়াটসন। এখনও পর্যন্ত তাঁর সংগ্রহ ২৮। লাঞ্চ অবধি ব্যাগি গ্রিনদের ঝুলিতে ২ উইকেটের বিনিময়ে ১২৬ রান।
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারের পর আবার ঘরের মাঠে চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামল ভারত। আজ চেন্নাইতে অসিদের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামার আগে স্বভাবতই সতর্ক ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও কোচ ফ্লেচার। দুজনের কাছেই এই সিরিজ এককথায় অ্যাসিড টেস্ট।  সিরিজ হারলে পদ খোয়ানোর খাঁড়া ঝুলছে দুজনের ঘাড়েই।। চিপকের ২২ গজে অসিদের মোকাবিলা করার আগে ওপেনিং জুটি ঠিক করতে রীতিমত হিমসিম খেলেন ভারতীয় টিম ম্যানেজমেন্ট।  
নেট প্র্যাকটিসে শিখর ধাওয়ান ও মুরলি বিজয় দুজনকেই ওপেনার হিসাবে অনুশীলন করানো হলেও শেষ পর্যন্ত দলের টিকিটটা হাতে পেলেন মুরলি বিজয়ই।
এর পাশাপাশি চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ, শুরুর আগেই জমিয়ে তুলেছে এই সিরিজকে। অসিরা ইতিমধ্যেই তাঁদের পেস ব্রিগেডকে দেখিয়ে ভারতীয় ব্যাটসম্যানদের হুঙ্কার দিয়ে রেখেছে। তাঁর পাল্টা হিসাবে ভারতীয় স্পিনাররাও হুঁশিয়ারি দিয়েছেন অসিদের। ফলে চেন্নাই টেস্ট যে ভারতীয় স্পিন ব্রিগেড বনাম অসি পেস ব্যাটারির লড়াই হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

.