পিতৃহারা হলেন সৌরভ

পিতৃহারা হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভের বাবা তথা ময়দানের অতি পরিচিত ব্যক্তিত্ব চণ্ডী গঙ্গোপাধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ, বৃহস্পতিনার সন্ধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। চণ্ডী গঙ্গোপাধ্যায় সম্পাদক এবং সহ সহসভাপতিও ছিলেন। বাংলার ক্রিকেটের উন্নতির জন্য তাঁর অবদান অনেক। পারিবারিক সূত্রের খবর, আজ বিকেলে মহাকরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জরুরি কাজে দেখা করতে যান সৌরভ। সেখান থেকে তিনি বাড়ি ফিরে আসার পরই ঘটে এই দুর্ঘটনা।

Updated By: Feb 21, 2013, 11:07 PM IST

পিতৃহারা হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভের বাবা তথা ময়দানের অতি পরিচিত ব্যক্তিত্ব চণ্ডী গঙ্গোপাধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ, বৃহস্পতিনার সন্ধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
বাংলার ক্রিকেটের উন্নতির জন্য তাঁর অবদান অনেক। দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন চণ্ডীবাবু। আজ বাড়িতে হার্ট অ্যাটাক হওয়ার পরই তড়িঘড়ি তাঁকে কাছেই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা হয়। কিন্তু মাঝপথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আজই আবার ছিল সৌরভ ও ডোনার ১৬তম বিবাহবার্ষিকী। বিবাহবার্ষিকীর দিনেই বাবাকে হারালেন প্রাক্তন ভারত অধিনায়ক।

.