পারথে এখন হার বাঁচানোর লড়াই
পারথ টেস্টের দ্বিতীয় দিনেই হার বাঁচাতে লড়ছে ভারত। ২০৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ইতিমধ্যেই প্যাভিলিয়ানে ফিরে গেছেন সচিন, সেওয়াগ, গম্ভীর, লক্ষ্মণ। দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৮৮। এখনও ১২০ রানে পিছিয়ে ধোনিবাহিনী।
পারথ টেস্টের দ্বিতীয় দিনেই হার বাঁচাতে লড়ছে ভারত। ২০৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ইতিমধ্যেই প্যাভিলিয়ানে ফিরে গেছেন সচিন, সেওয়াগ, গম্ভীর, লক্ষ্মণ। দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৮৮। এখনও ১২০ রানে পিছিয়ে ধোনিবাহিনী। দ্বিতীয় দিন চা-বিরতির আগে ৩৬৯ রানে অল আউট হয়ে যান মাইকেল ক্লার্করা। ওপেনিং জুটিতে ২১৪ রান যোগ করলেও, উমেশ-জাহিরদের দাপটে মাত্র ১৫৫ রানে বাকি নয় উইকেট হারায় অস্ট্রেলিয়া। ১৮০ রানের অনবদ্য ইনিংস খেলেন ওপেনার ডেভিড ওয়ার্নার। ভারতের হয়ে ৯৩ রানে ৫ উইকেট পান উমেশ যাদব। দুই উইকেট পান জাহির খান। পন্টিং, হাসি, ক্লার্করা অবশ্য রান পাননি। জবাবে ব্যাট করতে নেমে আবারও একবার ব্যাটিং বিপর্যযের মুখে পড়ে ভারত। ৫১ রানের মধ্যেই ৪ উইকেট পড়ে যায় তাদের। গম্ভীর ১৪, সেওয়াগ ১০, সচিন ৮ আর লক্ষ্ণণ কোন রান না-করেই প্যাভিলিয়ানে ফেরেন। ৩২ রানে ক্রিজে আছেন দ্রাবিড় আর ২১ রানে ব্যাট করছেন কোহলি। অঘটনা না-ঘটলে বা প্রকৃতি বিরূপ না হলে রবিবারই সিরিজ জয় নিশ্চিত করতে চলেছে অস্ট্রেলিয়া। আপাতত ইনিংস হার বাঁচানোই লক্ষ্য দ্রাবিড়দের।