বিশ্বনাথের মন্দীরে মাথা ঠুকে, গঙ্গা আরতীতে মোদী

পার্থে তৃতীয় টেস্টে খেলতে নেমেই ব্যটিং বিপর্যয়ের শিকার হল টিম ইন্ডিয়া। টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। অসি পেসারদের সামনে দাঁড়াতেই পারেনি ভারতের ব্যাটিং লাইন আপ। প্রথমেই দলের মাত্র ৪ রানের মাথায় সেওয়াগের উইকেট তুলে নিয়ে ভারতকে বেকাদায় ফেলে দেন বেন হিলফেনহাস।

Updated By: Jan 13, 2012, 11:20 AM IST

৬টা ৩০: দশাসমেত ঘাটের দিকে রওনা মোদীর কনভয়। নিরাপরত্তার মোড়া ঘাট। সেখানেই গঙ্গা আরতী সারবেন মোদী।
৬টা ১২: বিশ্বনাথ মন্দিরে শিবের কাছে রুদ্রাক্ষ পুজো সারলেন নরেন্দ্র মোদী। কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো করেন মোদী।
বিকেল ৫টা: বারানসী পৌঁছলেন নরেন্দ্র মোদী। সঙ্গে রয়েছেন রাজনাথ সিং। লোকসভা নির্বাচনে বিপুল জয়ের উচ্ছ্বাস প্রকাশ।
৪টে ২০: কিছুক্ষণের মধ্যে বারানসী বিমানবন্দরে পৌঁছবেন নরেন্দ্র মোদী।
৩টে ৪৫: বারানসীর অনুষ্ঠানে মোদীর সঙ্গে থাকছেন অমিত শাহ। মোদীর সঙ্গে একই বিমানে আসছেন শাহ।
৩টে ৩৫: বিজয় উৎসবে মানা করল বারানসী প্রশাসন। রেড কার্পেট বিছোতে মানা।
৩টে ২৫: মোদীর সঙ্গে রয়েছেন রাজনাথ সিং। তিনি টুইট করেন-

৩টে ১০- দিল্লিতে বিজেপির সদর দফতরে বিজয়উৎসবের পর বারাণসীর উদ্দেশ্যে রওনা দিলেন মোদী। সঙ্গী বিজেপি প্রেসিডেন্ট রাজনাথ সিং।

১টা ৫০- ''ভারতের জনগণকে ধন্যবাদ। আমি মিডিয়ার বন্ধুদেরও ধন্যবাদ জানাতে চাই। তাঁদের চেষ্টাতেই নির্বাচনী সচেতনতা জোরদার হয়েছে।''
১টা ৪৭- রাজনাথ সিং জানালেন বিশে মে বেলা ১২টায় বিজেপির পার্লামেন্টারি পার্টি নেতা নির্বাচন করবে। এই বৈঠকের পরেই এনডিএ-এর অনান্য সহযোগী দল গুলির সঙ্গে বৈঠকে বসবে বিজেপি।
১টা ১০- বিজেপির পার্লামেন্টারি বোর্ডের প্রত্যেকে অভিন্দন জানালেন নরেন্দ্র মোদীকে। এল কে আডবাণীর নেতৃত্বে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানালো হলো দেশের ভাবী প্রধানমন্ত্রীকে।
১২টা ৪৫- বিজেপি সদর দফতরে পার্লামেন্টারি বোর্ডের বৈঠক শুরু।
১২টা ১৫- কর্মী সমর্থকদের নিরলস পরিশ্রমের ফসল এই জয়। মন্তব্য মোদীর।
১২টা- বিজেপি সদর দফতরে পৌঁছালেন মোদী। শয়ে শয়ে বিজেপি কর্মী সমর্থকরা বিজেপি সদর দফতরের সামনে মোদীর জয়গান করতে করতে উল্লাসে মেতেছেন। ``দিল্লিতে ফের পদ্ম ফুটেছে`` মন্তব্য মোদীর।
১১টা ৫০- কংগ্রেস হেডকোয়ার্টার ও সোনিয়া গান্ধীর বাসভবনের সামনে দিয়েই মোদী বিজেপি সদর দফতরের দিকে রওন্না দিলেন।
১১টা ২৫- হাজার হাজার সমর্থক পরিবৃত হয়ে নরেন্দ্র মোদী সরসার পাটেল রোডে প্রবেশ করলেন। তাঁর লক্ষ্য মধ্য দিল্লি।
১১টা ১০- মোদীর শোভাযাত্রা মধ্য দিল্লির দিকে রওনা দিল। পথে বেশ কিছু জায়গায় এই শোভাযাত্রা থামবে। যেখানে মোদীর অপেক্ষায় জড়ো হয়েছেন হাজার হাজার সমর্থক।

.