দুই বিদেশি অ্যাথলেটিক্স কোচ নিয়োগ করল ভারতীয় ক্রীড়ামন্ত্রক

দুহাজার কুড়ি সালের অলিম্পিকের কথা মাথায় রেখে দুই বিদেশি অ্যাথলেটিক্স কোচ নিয়োগ করল ভারতীয় ক্রীড়ামন্ত্রক। ওয়াকার হিসাবে অস্ট্রেলিয়ার ডেভ স্মিথ উনিশো আশি এবং উনিশো চুরাশি সালে অলিম্পিকে অংশ নিয়েছিলেন। এরই পাশাপাশি রাশিয়ার অ্যালেকজান্ডার আর্টিসবাশেভ দুহাজার এগারো সাল থেকে অ্যাথলেটিক্স কোচ হিসাবে কাজ করছেন। বিশ্বের বিভিন্ন দেশে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর।

Updated By: Apr 8, 2017, 03:55 PM IST
 দুই বিদেশি অ্যাথলেটিক্স কোচ নিয়োগ করল ভারতীয় ক্রীড়ামন্ত্রক

ওয়েব ডেস্ক: দুহাজার কুড়ি সালের অলিম্পিকের কথা মাথায় রেখে দুই বিদেশি অ্যাথলেটিক্স কোচ নিয়োগ করল ভারতীয় ক্রীড়ামন্ত্রক। ওয়াকার হিসাবে অস্ট্রেলিয়ার ডেভ স্মিথ উনিশো আশি এবং উনিশো চুরাশি সালে অলিম্পিকে অংশ নিয়েছিলেন। এরই পাশাপাশি রাশিয়ার অ্যালেকজান্ডার আর্টিসবাশেভ দুহাজার এগারো সাল থেকে অ্যাথলেটিক্স কোচ হিসাবে কাজ করছেন। বিশ্বের বিভিন্ন দেশে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর।

আরও পড়ুন ডুমিনি এবং রাহুলের পরিবর্তে কাকে কাকে নিল দিল্লি এবং ব্যাঙ্গালোর?

সেইজন্য তাঁকে নিয়ে এসে ভারতীয় অ্যাথলিটদের পারফরম্যান্স ভাল করার চেষ্টা করছে ভারতীয় ক্রীড়ামন্ত্রক। কয়েকদিনের মধ্যে ভারতে এসে পাতিয়ালায় জাতীয় ক্যাম্পে যোগ দেবেন স্মিথরা। দুই বিদেশি কোচের হাতে পড়ে দেশের অ্যাথলিটদের পারফরম্যান্স কেমন হয়, সেটা দেখার অপেক্ষায় রয়েছেন সবাই।

আরও পড়ুন  সঞ্জীব গোয়েঙ্কার ভাইয়ের আক্রমণ ধোনিকে, ক্যাপ্টেন কুলের ভক্তরা হলেন 'হট'

.