Mohammed Siraj: সিরাজ পাড়ি দিচ্ছেন বিদেশে, বেছে নিলেন কাউন্টি ক্রিকেট
ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্টে সিরাজ প্রথম ইনিংসে তুলে নিয়েছিলেন চার উইকেট। খরচ করেছিলেন ৬৬ রান। আইপিএলের পর সিরাজ জানিয়ে ছিলেন যে, তাঁর আউটসুইঙ্গার কাজ করছে না। যার ফলে সিরাজ নজর দিয়েছেন তাঁর স্বাভাবিক ইনসুইংয়ে।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় দলের পেসার মহম্মদ সিরাজ (Mohammed Siraj) পাড়ি দিচ্ছেন ইংল্যান্ডে। ওয়ারউইকশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের (Warwickshire County Cricket Club) সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। হায়দরাবাদের বছর আঠাশের জোরে বোলার কাউন্টি চ্যাম্পিয়নশিপের ফাইনাল তিনটি ম্যাচ খেলবেন। আগামী ১২ সেপ্টেম্বর ওয়ারউইকশায়ার এজবাস্টনে মুখোমুখি হবে সমারসেটের বিরুদ্ধে। তার আগেই সিরাজ পৌঁছে যাবেন ব্রিটিশভূমে। এই মুহূর্তে সিরাজ ভারতের জার্সিতে চলতি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে অ্যাসাইনমেন্ট শেষ হলেই সিরাজ চলে যাবেন ইংল্যান্ডে। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্টে সিরাজ প্রথম ইনিংসে তুলে নিয়েছিলেন চার উইকেট। খরচ করেছিলেন ৬৬ রান।
আইপিএলের পর সিরাজ জানিয়ে ছিলেন যে, তাঁর আউটসুইঙ্গার কাজ করছে না। যার ফলে সিরাজ নজর দিয়েছেন তাঁর স্বাভাবিক ইনসুইংয়ে। ২০২০-২১ মরশুমে সিরাজ বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের হয়ে লাল বলের ক্রিকেটে অভিষেক করেছিলেন। অস্ট্রেলিয়ার মাটিতে আগুন জ্বেলেছিলেন সিরাজ। জীবনের প্রথম টেস্ট, তাও আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের দেশেই খেলেছিলেন তিনি। চার ম্যাচের টেস্ট সিরিজে ৫ উইকেট সহ-১৩ উইকেট পান সিরাজ। সিরাজ এখনও পর্যন্ত দেশের জার্সিতে সব ফরম্যাটে ২৬ ম্যাচে খেলে নিয়েছেন ৫৬ উইকেট। চলতি মরশুমে ভারতের ডান হাতি জোরে বোলার নভদীপ সাইনি, অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ছাড়াও চেতেশ্বর পূজারা (সাসেক্স) ও উমেশ যাদব (মিডলসেক্স) কাউন্টি খেলছেন। অলরাউন্ডার ক্রুনাল পাণ্ডিয়াও দ্রুত ওয়ারউইকশায়ারের হয়ে রয়্যাল ওয়ানডে চ্যাম্পিয়নশিপ খেলবেন বলেই খবর।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)