ওয়ানডের 'সাপলুডোর' র্যাঙ্কিংয়ের লড়াইয়ে শীর্ষস্থানে ভারত
দুর্দিনের মাঝেই হঠাত্ ফিরল সুদিন। একের পর এক হারের ধাক্কার মাঝে ইংল্যান্ডের বিরুদ্ধে জোড়া ম্যাচ জয়ের সুবাদে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এল মহেন্দ্র সিং ধোনির দল। সেই সঙ্গে পার্লে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারায় ধোনিদের এক নম্বরে ওঠার রাস্তাটা সুগম করে দেয়।
দুর্দিনের মাঝেই হঠাত্ ফিরল সুদিন। একের পর এক হারের ধাক্কার মাঝে ইংল্যান্ডের বিরুদ্ধে জোড়া ম্যাচ জয়টা আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এল মহেন্দ্র সিং ধোনির দল। সেই সঙ্গে পার্লে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারায় ধোনিদের এক নম্বরে ওঠার রাস্তাটা সুগম করে দেয়।
রাঁচি ওয়ানডেতে বিরুদ্ধে জয়ের সুবাদে আইসিসির র্যাঙ্কিং পদ্ধতিতে ইংল্যান্ডকে টপকে শীর্ষাসন দখল করে মহেন্দ্র সিং ধোনির দল। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে মোহালিতে সিরিজের চতুর্থ ওয়ানডে তে হারলেই ইংল্যান্ড আবার ভারতকে টপকে শীর্ষ উঠে যাবে।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা ভারতের পয়েন্ট ১১৯। দুই নম্বরে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ১১৮। তৃতীয় ও চতুর্থ স্থানে আছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। ২০০৯ শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ চলাকালীন ওয়ানডে র্যাঙ্কিংয়ে খুব কম সময়ের জন্য এক নম্বরে উঠেছিল ভারত।
এর আগে ২০০৯, ডিসেম্বরে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেছিল ভারত।