IND vs SA: নবমীর রাতে রাইলির ব্যাটে রোশনাই! দক্ষিণ আফ্রিকা আটকাল হোয়াইটওয়াশ

মধুরেণ সমাপয়েৎ হল না ভারত। সিরিজ জিতলেও দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করতে পারল না।

Updated By: Oct 4, 2022, 11:20 PM IST
IND vs SA:  নবমীর রাতে রাইলির ব্যাটে রোশনাই! দক্ষিণ আফ্রিকা আটকাল হোয়াইটওয়াশ
সেঞ্চুরির পর রাইলির সেলিব্রেশন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইন্দোরের হোলকার স্টেডিয়ামে (Holkar Cricket Stadium, Indore) ভারত-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের টি-২০ সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ( IND vs SA 3rd T20I)। ইতিমধ্যে ভারত সিরিজ ২-১ জিতে নিয়েছে। সফররত দেশকে হোয়াইওয়াশ করার ম্যাচে নেমে ভারত একেবারে মুখ থুবড়েই পড়ল। টস হেরে টেম্বা বাভুমাদের (Temba Bavuma) ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্তই ভুল প্রমাণিত হল রোহিত শর্মাদের (Rohit Sharma)। রাইলি রোসোউর (Rilee Rossouw) অপরাজিত সেঞ্চুরিতে ভর করে দক্ষিণ আফ্রিকা ৩ উইকেট হারিয়ে ২২৭ রান তুলেছিল। জবাবে ভারত ৪৯ রানে হেরে যায়। সফররত দেশকে চুনকাম করার ম্যাচে, ভারত যে দলে পরিবর্তন আনবে প্রত্যাশিতই ছিল। বিরাট কোহলি (Virat Kohli) এবং কেএল রাহুল (KL Rahul) যে খেলবেন না, তা আগেই জানা গিয়েছিল। তবে যেটা অপ্রত্যাশিত ছিল, সেটাই ঘটে গেল। এদিন টসের সময় ভারত অধিনায়ক জানিয়ে দেন যে, কোহলি-রাহুল বিশ্রামে গিয়েছেন। এর পাশাপাশি খেলছেন না দলেক তরুণ জোরে বোলার অর্শদীপ সিং (Arshdeep Singh)। দলে আজ মহম্মদ সিরাজ (Mohammed Siraj), উমেশ যাদব (Umesh Yadav) ও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। অর্শদীপ না খেলার প্রসঙ্গে রোহিত বলছেন, 'পিঠের সমস্যার জন্য অর্শদীপ খেলছেন না। তবে গুরুতর কিছু নয়। এটা সর্তকতামূলক পদক্ষেপ বলা চলে।'

আরও পড়ুন: Jasprit Bumrah: বুক ভেঙে যাচ্ছে বুমরার! হার্দিক-সূর্য বোঝালেন কেন তাঁরা প্রকৃত সতীর্থ

এদিন কুইন্টন ডি'কক ও বাভুমা ওপেন করতে নেমেছিলেন। কিন্তু বাভুমা ফিরে যান মাত্র তিন রান করে। উমেশের বলে রোহিতের হাতে ক্যাচ তুলে দেন তিনি। এরপর ডি কক ও রাইলি ভারতীয় বোলারদের ঘাড়ে চেপে বসেন। ৪৭ বলে ৮৯ রান যোগ করেন তাঁরা। ডি কক ৪৩ বলে ৬৮ রানের মারকুটে ইনিংস খেলে ফিরে যান। এরপর পর ইন্দোর দেখে রাইলির ব্যাটে নবমীর রাতে রোশনাই। ৪৮ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ৭টি চার ও ৮টি ছক্কায় কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক টি-২০ শতরান সাজান তিনি। রাইলির হাত শক্ত করতে এসে চারে নামা ট্রিস্টান স্টাবস (২৩) ও ডেভিড মিলার (অপরাজিত ১৯) নিজেদের ছাপ রাখেন। ভারতীয় বোলারদের মধ্যে হর্ষল প্যাটেল ও দীপক চাহার সবচেয়ে বেশি রান হজম করলেন। হর্ষল দিলেন ৪৯ রান। চাহারের দিলেন ৪৮। যদিও তিনি একটি উইকেট পেয়েছেন।

দক্ষিণ আফ্রিকার রান তাড়া করতে নেমে ভারত শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে শুরু করে। রোহিতের সঙ্গে এদিন ঋষভ পন্থ ওপেন করতে নেমেছিলেন। কাগিসো রাবাদার বলে ক্লিন বোল্ড হয়ে রোহিত ফেরেন খালি হাতে। পন্থের হাত শক্ত করতে এসে শ্রেয়স আইয়ার আউট হয়ে যান এক রানে। এরপর পন্থও ফেরেন ১৪ বলে ২৭ রান করে। এরপর দীনেশ কার্তিক এসে দারুণ ব্যাটিং করতে শুরু করেন। ২১ বলে ৪৬ রান করেন তিনি। তবে কার্তিক ফেরার পর সূর্যকুমার যাদব (৮), অক্ষর প্যাটেল (৯), হর্ষল প্যাটেল (১৭) আসেন আর নির্দিষ্ট সময় পর বেরিয়ে যান। তবে শেষের দিকে চাহার (১৭ বলে ৩১) ও উমেশ যাদবের (১৭ বলে অপরাজিত ২০) ইনিংস চোখে লাগার মতো ছিল। যদিও তাঁদের পক্ষে কিছু করা সম্ভব ছিল না। কারণ ভারত অনেক আগেই ম্যাচ থেকে বেরিয়ে গিয়েছিল। ভারতের মূল দলের (যাঁরা টি-২০ বিশ্বকাপ খেলবেন) আপাতত আর কোনও আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট নেই। বিরাট-রোহিতরা কয়েক'টি দিন বিশ্রাম নিয়ে রওনা দেবেন অস্ট্রেলিয়া। এবার তাঁদের মিশন টি-২০ বিশ্বকাপ। যদিও শিখর ধাওয়ান অ্যান্ড কেং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে এবার।

পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

 

.