IND vs SA 1st ODI: ৫০ নয়, লখনউয়ে ৪০ ওভারের ম্যাচ! অবশেষে শুরু খেলা

বৃষ্টির দাপটে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ শুরু হল ২ ঘণ্টা ১৫ মিনিট পর। লখনউয়ে ৫০-এর বদলে ৪০ ওভারের ম্যাচ হবে। 

Updated By: Oct 6, 2022, 04:27 PM IST
IND vs SA 1st ODI: ৫০ নয়, লখনউয়ে ৪০ ওভারের ম্যাচ! অবশেষে শুরু খেলা
ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ শুরু হল অবশেষে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার চলতি সিরিজের প্রথমার্ধ শেষ। তিন ম্যাচের টি-২০ সিরিজ প্রোটিয়া বাহিনী ২-১ হেরেছে। এবার শুরু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বৃহস্পতিবার অর্থাৎ আজ লখনউয়ের একানা স্টেডিয়ামে দুই দলের মধ্যে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ। ফের একবার শিখর ধাওয়ান (Shikhar Dhawan) বনাম টেম্বা বাভুমাদের (Temba Bavuma) লড়াই দুপুর দেড়টার সময় শুরু হওয়ার কথা থাকলেও শুরু হল পৌনে চারটের সময়। লখনউয়ে দফায় দফায় বৃষ্টির জন্য একবার করে পিচ কভার দেওয়া হলো, তো একবার করে পিচ কভার সরানো হল। এই করতে করতেই সোয়া দু'ঘণ্টা পেরিয়ে গেল। অবশেষে খেলা শুরু হল। তবে বৃষ্টির জন্য ১০ ওভার কমল। ৫০ নয়, ৪০ ওভারের ম্যাচ হবে এদিন! ট্যুইট করে জানিয়ে দিল বিসিসিআই।

আরও পড়ুন: Rajat Patidar, Dinesh Karthik: রজত-মুকেশদের জন্য খুশিতে ডগমগ কার্তিক, জানালেন ভবিষ্যতে কারা আসবেন দলে

এদিন ভারতের হয়ে ওয়ানডে অভিষেক করলেন রুতুরাজ গায়কোয়াড় ও রবি বিষ্ণোই। ডেবিউ ক্যাপ তুলে দিলেন ধাওয়ান। এই ভারতীয় দলে রয়েছে ব্যাটার রজত পতিদার (Rajat Patidar), জোরে বোলার মুকেশ কুমার (Mukesh Kumar) ও অলরাউন্ডার শাহবাজ আহমেদের (Shahbaz Ahmed) মতো নতুন মুখ। তিন ক্রিকেটারই ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে দারুণ পারফরম্য়ান্সের সুবাদে জাতীয় দলে ডাক পেয়েছেন। কিন্তু প্রথম ওয়ানডে ম্যাচে তাঁদের থাকতে হচ্ছে রিজার্ভেই। এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন ধাওয়ান।৪০ ওভারের ম্যাচে প্রতি বোলার সর্বোচ্চ ৮ ওভার বল করতে পারবেন। প্রথম পাওয়ারপ্লে লাগু হবে প্রথম ১-৮ ওভারে। দ্বিতীয় পাওয়ারপ্লে ২৪ ওভারে। 

ভারতের প্রথম একাদশ: শিখর ধাওয়ান (ক্যাপ্টেন), শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড়, ঈশান কিশান, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, কুলদীপ যাদব, রবি বিষ্ণোই, শার্দূল ঠাকুর, আবেশ খান ও মহম্মদ সিরাজ। এই সিরিজে হেড কোচের ভূমিকাতে ফের পাওয়া যাবে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস ভিভিএস লক্ষ্মণকে। ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওয়ানডে ৯ অক্টোবর (রবিবার) রাঁচিতে। তৃতীয় তথা সিরিজের শেষ ওয়ানডে হবে  ১১ অক্টোবর (মঙ্গলবার) নয়াদিল্লিতে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.