IND vs AUS: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে Team India-র মুখোমুখি Australia
গতবারের কথা মাথায় রেখে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল ফল করার উপর বিশেষ জোর দিচ্ছে টিম ইন্ডিয়া।
নিজস্ব প্রতিবেদন: অক্টোবরে অস্ট্রেলিয়ার (Australia) মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের (World T20) আসর। এর আগে ভারতের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে অস্ট্রেলিয়া (Australia)। সেপ্টেম্বরের শেষের দিকে হবে ভারত-অস্ট্রেলিয়া (IND vs AUS) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ঘরের মাঠে এই সিরিজ খেলেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য উড়ে যাবে রোহিত শর্মার (Rohit Sharma) টিম ইন্ডিয়া (Team India)।
বিশ্বকাপের আগে ভারতের ঠাসা সূচি। চলতি আইপিএল-এর (IPL 2022) মেগা ফাইনাল আয়োজিত হবে ২৯ মে। এর ঠিক পরেই ৯ থেকে ১৯ জুন দক্ষিণ আফ্রিকার (Cricket South Africa) বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। প্রোটিয়াসদের বিরুদ্ধে সিরিজ খেলার আগে বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে কথা বলতে পারে বোর্ড। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের পরে আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে দুটো টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। এই দুটি সিরিজে ভারতের প্রাক্তন অধিনায়ককে বিশ্রাম দিতে পারে চেতন শর্মার (Chetan Sharma) জাতীয় মুখ্য নির্বাচক কমিটি।
এর পরেই ইংল্যান্ড (England) উড়ে যাবে ভারত। গত বছর কোভিড (Covid 19) সংক্রমণের জন্য ইংল্যান্ড ও ভারতের (ENG vs IND) মধ্যে পঞ্চম টেস্ট ম্যাচ খেলা হয়নি। সেই টেস্ট ম্যাচটি হবে এ বার। টেস্ট ম্যাচের পরে ভারত তিনটি টি-টোয়েন্টি ও তিনটি একদিনের ম্যাচ খেলবে অইন মর্গ্যানের (Eoin Morgan) দলের বিরুদ্ধে।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত হতশ্রী পারফরম্যান্স করেছিল। প্রথম ম্যাচেই পাকিস্তানের ১০ উইকেটে হেরেছিল কোহলির ভারত। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও সেই এক ফল। কিউইদের বিরুদ্ধেও ভারত আট উইকেটে হেরে যায়। ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় ভারত। তাই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল ফল করার উপর বিশেষ জোর দিচ্ছে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: Rohit Sharma, IPL 2022: KKR জিতলেও খারাপ আম্পায়ারিংয়ের শিকার Rohit, বিতর্ক তুঙ্গে