Tokyo Paralympics 2020: একসঙ্গে সোনা ও রুপো, পিস্তলে জোড়া পদক ভারতের ঝুলিতে

Tokyo Paralympics 2020-তে বর্তমানে ভারতের পদক সংখ্যা ১৫।

Updated By: Sep 4, 2021, 09:54 AM IST
Tokyo Paralympics 2020: একসঙ্গে সোনা ও রুপো, পিস্তলে জোড়া পদক ভারতের ঝুলিতে

নিজস্ব প্রতিবেদন: Tokyo Paralympics 2020-র মঞ্চে ভারতের জয়যাত্রা অব্য়াহত। শনিবার সকাল সকাল এল জোড়া পদক। মিক্সড ৫০ মিটার পিস্তলে সোনা জিতলেন মণীশ নারওয়াল (Manish Narwal) এবং রুপো জিতলেন সিঙ্ঘরাজ আদানা (Singhraj Adana)।

২১৮.২ পয়েন্ট স্কোর করে সোনা জেতেন মণীশ নারওয়াল (Manish Narwal) এবং ২১৬.৭ পয়েন্ট রুপো জেতেন সিঙ্ঘরাজ আদানা (Singhraj Adana)। এই দুই পদক পাওয়ায় বর্তমানে Tokyo Paralympics 2020-তে ভারতের পদক সংখ্যা দাঁড়ল ১৫। যা সর্বকালের রেকর্ড।

আরও পড়ুন: Oval Test: Umesh Yadav-র আগুনে বোলিং-এ বেসামাল ইংরেজরা, একদিনেই অলআউট জো রুটরা

আরও পড়ুন: SC Eastbengal: গোয়ানিজ সেন্টার ব্যাক Joyner Lourenco এলেন ইস্টবেঙ্গলে

বাড়ির ছেলেরা দেশের মুখ উজ্জ্বল করায় খুশিতে মেতে উঠেছেন তাদের পরিবারের সদস্যরা।      

.