Jasprit Bumrah: কোহলির জুতোয় পা গলাতে প্রস্তুত বুমরা! জানিয়ে দিলেন সাংবাদিক বৈঠকে
টেস্ট ক্যাপ্টেন হওয়ার সুযোগ পেলে নিজেকে উজার করে দেবেন বলেই জানাচ্ছেন বুমরা।
নিজস্ব প্রতিবেদন: সুযোগ পেলে ভারতীয় দলের টেস্ট ক্যাপ্টেন হওয়ার প্রস্তাব লুফে নেবেন তিনি। সোমবার সাংবাদিক বৈঠকে মনের সুপ্ত বাসনার কথা প্রকাশ্যে জানিয়ে দিলেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। দেশের এক নম্বর পেসার প্রস্তুত আছেন বিরাট কোহলির (Virat Kohli) জুতোয় পা গলানোর জন্য।
টেস্ট সিরিজ এখন অতীত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগামী ১৯ জানুয়ারি ভারত-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শুভারম্ভ। খেলা হবে পার্লের বোল্যান্ড পার্কে। তার আগে সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন বুমরা। তাঁর কাছে অবধারিত ভাবেই প্রশ্ন আসে যে, তিনি কি কোহলির জায়গায় টেস্ট ক্যাপ্টেন হতে ইচ্ছুক?
আরও পড়ুন: Ravindra Jadeja: হাতে ব্যাট নেই, মুখে বিড়ি! জাড্ডুর এমন হাল কেন?
বুমরা বলেন, "যদি সুযোগ পাই তাহলে অবশ্যই আমার কাছে সেটা বিরাট সম্মানের ব্য়াপার হবে। এরকম একজন প্লেয়ারকেও পাওয়া যাবে না যে, টেস্ট ক্যাপ্টেন হতে চাইবে না। আমি ব্যতিক্রম নই। আমার সেরাটুকু দিয়েই দলে অবদান রাখব। সেটা যেকোনও ভাবেই নেতৃত্ব দেওয়া হোক না কেন! পরিস্থিতি আমি সেভাবেই দেখি। দায়িত্ব নিয়ে প্লেয়ারদের সাহায্য় করার মানসিকতা আমার সবসময় ছিল এবং থাকবেও। যে কোনও পরিস্থিতিতেই তা বদলাবে না।"
২০১৮ সালে এই দক্ষিণ আফ্রিকার মাটিতেই টেস্ট অভিষেক হয় বুমরার। বিগত চার বছরে বুমরা লাল বলের ক্রিকেটেও নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। আজ তিনি সব ফরম্যাটেই দেশের অন্যতম সেরা যোদ্ধা হয়ে উঠেছেন। "গতবার দক্ষিণ আফ্রিকা সফরে এসে বুমরা তিন ম্যাচে ১৪ উইকেট নিয়ে চমকে দিয়েছিলেন। বাইশ গজকে বুঝিয়ে দেন যে, এবার বিদেশের মাটিতেও তিনি কামাল দেখানোর জন্য় প্রস্তুত।
কেএল রাহুলের নেতৃত্বে পঞ্চাশের ওভারের সংস্করণে খেলবে টিম ইন্ডিয়া। সাদা বলের ক্রিকেটে ক্যাপ্টেনসি খোয়ানোর পর বিরাট কোহলির খেলার কথা ছিল নতুন ক্যাপ্টেন রোহিত শর্মার নেতৃত্বেই। কিন্তু চোটের কারণ রোহিত ম্যান্ডেলার দেশে না আসায় রাহুলের হাতেই উঠেছে ক্যাপ্টেনসির ব্যাটন। ভাইস ক্যাপ্টেন হয়েছেন বুমরা।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের স্কোয়াড: কেএল রাহুল (KL Rahul), শিখর ধাওয়ান (Shikhar Dhawan), রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad), বিরাট কোহলি (Virat Kohli), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer), ঋষভ পন্থ (Rishabh Pant), ঈশান কিশান (Ishan Kishan), আর অশ্বিন (R Ashwin), যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal), আর অশ্বিন (R Ashwin),জসপ্রীত বুমরা (Jasprit Bumrah), ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar), দীপক চাহার (Deepak Chahar), প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna), শার্দূল ঠাকুর (Shardul Thakur), মহম্মদ সিরাজ (Md. Siraj), জয়ন্ত যাদব (Jayant Yadav) ও নভদীপ সাইনি (Navdeep Saini)