ICC Women's World Cup, INDWvsRSAW : মরণ বাঁচন ম্যাচে কেন মাঠে নেই Jhulan Goswami? জানতে পড়ুন

গত দুই দশকে প্রথমবার ঝুলনকে ছাড়া একদিনের বিশ্বকাপের ম্যাচে মাঠে নামল ভারত। এর আগে পাঁচটি বিশ্বকাপের একটিও ম্যাচ হাতছাড়া করেননি বাংলার তারকা পেসার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেললে ৩৫তম ম্যাচ হত তাঁর।     

Updated By: Mar 27, 2022, 01:18 PM IST
ICC Women's World Cup, INDWvsRSAW : মরণ বাঁচন ম্যাচে কেন মাঠে নেই Jhulan Goswami? জানতে পড়ুন
চোটের জন্য মাঠের বাইরে ঝুলন গোস্বামী। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন: তিনি মাঠে নামলেই একের পর এক ব্যক্তিগত রেকর্ড গড়েন। তবে কখনও ব্যক্তিগত কীর্তি নয়, বরং দলকেই প্রাধান্য দিয়ে এসেছেন। এহেন টিম ম্যান ঝুলন গোস্বামী (Jhulan Goswami) দক্ষিণ আফ্রিকার (INDWvsRSAW) বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে নেই! শেষ চারের টিকিট পেতে হলে প্রোটিয়াসদের হারাতেই হবে। অথচ এমন মোক্ষম ম্যাচে ঝুলনকে টিম ইন্ডিয়ার (Team India) প্রথম একাদশে না দেখে অনেকের চোখ কপালে উঠেছিল। তবে পরে জানা যায় চোটের জন্য সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন 'চাকদহ এক্সপ্রেস'। ফলে মহিলা বিশ্বকাপে (ICC Women's World Cup) একটানা ৩৪টি ম্যাচ খেলার পর মাঠের বাইরে যেতে বাধ্য হলেন ঝুলন।  

আসলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঝুলনকে বাদ দেওয়া হয়নি। বরং ফিট নন বলেই প্রথম একাদশ নিজেকে সরিয়ে নেন তিনি। শোনা যাচ্ছে সাইড স্ট্রেনের জন্য ঝুলন মাঠে নামতে পারেননি দক্ষিণ আফ্রিকা ম্যাচে। আইসিরি (ICC) তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ঝুলনের চোটের কথা। তাঁর জায়গায় মাঠে নেমেছেন মেঘনা সিং। 

গত দুই দশকে প্রথমবার ঝুলনকে ছাড়া একদিনের বিশ্বকাপের ম্যাচে মাঠে নামল ভারত। এর আগে পাঁচটি বিশ্বকাপের একটিও ম্যাচ হাতছাড়া করেননি বাংলার তারকা পেসার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেললে ৩৫তম ম্যাচ হত তাঁর। মেয়েদের ক্রিকেটে দ্বিতীয় খেলোয়াড় হিসাবে গত সপ্তাহেই ২০০ এক দিনের ম্যাচ খেলেছেন ঝুলন। প্রথমে রয়েছেন তাঁরই সতীর্থ মিতালি রাজ (Mithali Raj)। 

চলতি বিশ্বকাপে একের পর এক নজির গড়ে চলেছেন ঝুলন। এর আগেই প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন। তার পর মেয়েদের এক দিনের ক্রিকেটে ২৫০ উইকেট নিয়েছেন। মেয়েদের ক্রিকেটে ঝুলনই এক মাত্র বোলার যাঁর ২০০-র বেশি উইকেট রয়েছে।

আরও পড়ুন: ICC Women's World Cup, INDWvsRSAW : ডু অর ডাই ম্যাচে জ্বলে উঠলেন Mithali Raj, Smriti Mandhana

আরও পড়ুন: ICC Women's World Cup, INDWvsRSAW : কীভাবে জোড়া বিশ্বরেকর্ড গড়লেন Mithali Raj? জানতে পড়ুন

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.