IPL 2022, CSKvsKKR: MS Dhoni-র জন্য চাপে ছিলেন! জেতার পরেও অকপট Shreyas Iyer
মহেন্দ্র সিং ধোনি শেষদিকে চেষ্টা করলেও, শুরু থেকে সিএসকে-কে একাই ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন উমেশ যাদব (Unmesh Yadav)। পাওয়ার প্লে-তে বিপক্ষের দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ের উইকেট তুলে নেন উমেশ যাদব।
নিজস্ব প্রতিবেদন: আইপিএল-এর (IPL 2022) উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) হারিয়ে প্রতিশোধ নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। কঠিন বিপক্ষকে ছয় উইকেটে হারিয়ে শুরুটা বেশ ভালই করলেন নাইটদের নতুন নেতা শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তবে জিতলেও মহেন্দ্র সিং ধোনিকে (Mahendra Singh Dhoni) নিয়ে চিন্তায় ছিলেন তিনি। সেটা ম্যাচ জয়ের পর অকপটে স্বীকার করে নিলেন নাইট অধিনায়ক।
ম্যাচের শেষে শ্রেয়স বলেন, "এমএস ধোনি ক্রিজে থাকলে সবসময় চাপে থাকি। এরমধ্যে আবার মাহি ভাই ব্যাট করার সময় শেষ তিন ওভারে শিশির পড়তে শুরু করেছিল। ফলে বল গ্রিপ করতে অসুবিধা হচ্ছিল।"
নাইটদের বিরুদ্ধে একাদশ ওভারে ব্যাট হাতে মাঠে নামলেন ধোনি। গোটা স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে অভিনন্দন জানাল ভারতের প্রাক্তন অধিনায়ককে। দলের ব্যাটিং বিপর্যয়ও রুখলেন ধোনি। চেন্নাই তখন মাত্র ৬১ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে। অধিনায়ক রবীন্দ্র জাদেজাকে নিয়ে ধরলেন দলের হাল। শুধু তাই নয়, কেকেআর-এর বোলিং আক্রমণ থেকে খানিকটা আগলেও রাখলেন অধিনায়ককে। করলেন দলের পক্ষে সর্বোচ্চ রান। খেললেন ৩৮ বলে ৫০ রানের ইনিংস। মারলেন সাতটি চার এবং একটি ছয়। জাদেজা ২৮ বলে ২৬ রানে মাঠ ছাড়েন।
তবে ধোনি শেষদিকে চেষ্টা করলেও, শুরু থেকে সিএসকে-কে একাই ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন উমেশ যাদব (Unmesh Yadav)। পাওয়ার প্লে-তে বিপক্ষের দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ের উইকেট তুলে নেন উমেশ যাদব। ফলে পাওয়ার প্লে-তে নাইটরা মাত্র ৩৫ রান দেয়। ২০ রানে ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন উমেশ। তাই টিম ইন্ডিয়ার এই জোরে বোলারের প্রশংসা করলেন নাইট অধিনায়ক।
শ্রেয়স যোগ করেন, "প্রথম ম্যাচ জেতার জন্য আত্মবিশ্বাস অনেকটা বেড়ে গিয়েছে। তবে ভাল ফল করতে হলে এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। দলের সিইও থেকে শুরু করে সাপোর্ট স্টাফ সবাই আমাদের সাহায্য করছে। আমি এখানে খেলে বড় হয়েছি। পাটা উইকেট হবে বলেই মনে হয়েছিল। অনুশীলনে উমেশ খুব ভাল করছিল। আজ ওর খেলা দেখে বেশ ভাল লেগেছে। নেটে দীর্ঘ সময় অনুশীলন করার জন্যই উমেশ সাফল্য পেল। সেইজন্য ম্যাচে আগুনে বোলিং করল।"
শুরুটা ভাল হয়েছে। এ বার আগামী ৩০ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে কেকেআর।
আরও পড়ুন: IPL 2022, KKRvsCSK: ধোনি ধামাকার পরেও দলগত সাফল্যে CSK-র বিরুদ্ধে বড় জয় পেল KKR
আরও পড়ুন: ICC Women's World Cup, INDWvsRSAW : কীভাবে জোড়া বিশ্বরেকর্ড গড়লেন Mithali Raj? জানতে পড়ুন