মেয়েদের বিশ্বকাপে ভারতকে নেতৃত্বে দেবেন মিতালি রাজ

শুধু বিরাট কোহলিদের চ্যাম্পিয়ন্স ট্রফির খবর রাখলে হবে? কারণ, ২৪ জুন থেকেই যে শুরু হয়ে যাচ্ছে মেয়েদের ক্রিকেট বিশ্বকাপ। ইংল্যান্ডেই। তারজন্য ১৫ জনের দল ঘোষণাও করে দিল ভারত। ভারতের যে দলিট ত্রিদেশীয় সিরিজে খেলছে, সেই একই দল রেখে দেওয়া হল। দলের অধিনায়কও থাকলেন মিতালি রাজ।

Updated By: May 16, 2017, 02:14 PM IST
মেয়েদের বিশ্বকাপে ভারতকে নেতৃত্বে দেবেন মিতালি রাজ

ওয়েব ডেস্ক: শুধু বিরাট কোহলিদের চ্যাম্পিয়ন্স ট্রফির খবর রাখলে হবে? কারণ, ২৪ জুন থেকেই যে শুরু হয়ে যাচ্ছে মেয়েদের ক্রিকেট বিশ্বকাপ। ইংল্যান্ডেই। তারজন্য ১৫ জনের দল ঘোষণাও করে দিল ভারত। ভারতের যে দলিট ত্রিদেশীয় সিরিজে খেলছে, সেই একই দল রেখে দেওয়া হল। দলের অধিনায়কও থাকলেন মিতালি রাজ।

আরও পড়ুন দীপ্তি শর্মা এবং পুনম রাউতের জুটিতে বিশ্বরেকর্ড

এক নজরে দেখে নিন ভারতীয় দল - মিতালি রাজ (ক্যাপ্টেন), হরমনপ্রীত কৌর, বেদা কৃষ্ণমূর্তি, মোনা মেশরাম, পুনম রাউত, দীপ্তি শর্মা, ঝুলন গোয়্বামী, শিখা পাণ্ডে, একতা বিস্ট, সুষমা বার্মা, মানসি যোশী, রাজেশ্বরী গায়কোয়াড়, পুনম যাদব, নুজহাত পারভীন এবং স্মৃতি মান্ধনা।

আরও পড়ুন  চাকরি গেল ভারতীয় দলের এবং বেঙ্গালুরু এফসির ফুটবলার বিনীথের

.