ICC U19 World Cup, INDU19vsENGU19 : মহা ফাইনালের আগে যুব দলকে শুভেচ্ছা জানালেন Sachin, Kohli, Rohit

ভাইদের জন্য গলা ফাটাবেন একদল দাদা।

Updated By: Feb 5, 2022, 05:58 PM IST
ICC U19 World Cup, INDU19vsENGU19 : মহা ফাইনালের আগে যুব দলকে শুভেচ্ছা জানালেন Sachin, Kohli, Rohit
যশ ধুলের দলের পাশে সচিন, বিরাট।

নিজস্ব প্রতিবেদন: অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে সিনিয়রদের শুভেচ্ছা পেল যশ ধুলের দল। সচিন তেন্ডুলকর থেকে শুরু করে বিরাট কোহলি, রোহিত শর্মা সবাই ভারতের ভবিষ্যৎ প্রজন্মকে শুভেচ্ছা জানালেন।

সচিন টুইটারে একটি ভিডিও বার্তা দিয়েছেন। সেখানে তিনি বলেছেন,’আমাদের অনুর্ধ্ব-১৯ দল যারা ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ খেলছ তাদেরকে বলব, তোমরা দারুণ খেলেছ। একাধিক চ্যালেঞ্জ থাকার পরেও তোমরা অসাধারণ ক্রিকেট খেলেছ। আমি জানি করোনা আক্রান্ত হওয়ার ফলে তোমাদের অনেকে বেশ কিছু ম্যাচ খেলতে পারোনি। কিন্তু চ্যাম্পিয়নদের সবকিছু সেরা পাওয়ার দরকার নেই। তারা সবকিছুর মধ্যে থেকেই শ্রেষ্ঠটা বের করে আনে। এই মুহূর্তটার জন্যই তো তোমরা অপেক্ষা করছিলে। তাই না! এ বার সময় এসেছে বাইশ গজে এসে নিজের সেরাটা দিয়ে দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার।'

সচিন এই প্রসঙ্গে ২০১১ সালের বিশ্বকাপের কথাও তুলে ধরেছেন। ‘মাস্টার ব্লাস্টার’ যোগ করেছেন, ‘আমার মনে আছে ২০১১ বিশ্বকাপ যা ভারতে খেলা হচ্ছিল সেই সময় আমাদের ক্যাম্পে কথা হয়েছিল কীভাবে গগনচুম্বী প্রত্যাশাকে সম্মান‌ জানানো যায়। এই সব ক্ষেত্রে আমাদের দেশের অগণিত মানুষই তোমাদের শক্তি। তোমাদের জন্য অনেক শুভেচ্ছা থাকল। মাঠে নেমে নিজেদের সেরাটা উজাড় করে দাও। তোমাদের সঙ্গে কোটি কোটি ভারতবাসীর শুভেচ্ছাশক্তি রয়েছে।‘

আরও পড়ুন: ICC U19 World Cup, INDU19vsENGU19 : ফাইনালের আগে Kohli-র ‘বিরাট’ বার্তায় বেড়েছে আত্মবিশ্বাস, জানালেন Yash Dhull

আরও পড়ুন: U19 World Cup, INDU19vsENGU19 : মেগা ফাইনালের আগে Kohliর ‘বিরাট’ পেপটক পেল Yash Dhull-এর Team India

২০০৮ অনুর্ধ্ব -১৯ বিশ্বকাপ জেতা অধিনায়ক তথা ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি লিখেছেন ‘অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালের জন্য আমাদের ছেলেদের প্রতি রইল অশেষ শুভেচ্ছা।' বিসিসিআইও টুইট করে শুভেচ্ছা বার্তা দেওয়ার পাশাপাশি দলের পাশে থাকার আহ্বান জানিয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু করার আগে রোহিত ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে ভাইদের শুভেচ্ছা জানিয়েছেন। চোট সারানোর জন্য এনসিএ-তে রিহ্যাব করছিলেন রোহিত। সেই সময় যশ ধুল-ভিকি অস্তওয়ালদের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন।

সেই স্মৃতি মনে করে ‘হিট ম্যান’ বলেছেন, ‘আমি এনসিএ-তে থাকার সময় খুব কাছ থেকে এই ছেলেগুলোকে দেখেছি। প্রতিটা ক্রিকেটার অনবদ্য। বিশ্বকাপ খেলার জন্য ওরা খুব পরিশ্রম করেছিল। সেই পরিশ্রমের ফল গত কয়েকটা ম্যাচে আমরা দেখেছি। এ বার শুধু ফাইনাল জয় করতে হবে। তোমরা গত কয়েকটা যে ভাবে খেলেছো, ঠিক সেই মেজাজেই এই ম্যাচটা খেলতে হবে।“

ভারত এখনও পর্যন্ত ২০০০, ২০০৮, ২০১২, এবং ২০১৮ সালে মোট চারবার এই কাপ জিতেছে। এখন রেকর্ড পঞ্চমবার ট্রফি জিতে ইতিহাস গড়ার লক্ষ্যে যশ ধুলের সতীর্থরা।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.