ICC Test Team of the Year 2021: তিন ভারতীয়কে নিয়েই বর্ষসেরা টেস্ট দল করল আইসিসি

আইসিসি-র বেছে নেওয়া ২০২১ সালের টেস্ট দলে ভারতের তিন নক্ষত্র। 

Updated By: Jan 20, 2022, 04:22 PM IST
ICC Test Team of the Year 2021: তিন ভারতীয়কে নিয়েই বর্ষসেরা টেস্ট দল করল আইসিসি

নিজস্ব প্রতিবেদন: রোহিত শর্মা (Rohit Sharma), ঋষভ পন্থ (Rishabh Pant) ও আর অশ্বিনকে (R Ashwin) নিয়েই ২০২১ সালের বর্ষসেরা পুরুষদের টেস্ট দল (ICC Men's Test Team of the Year for 2021) ঘোষণা করল আইসিসি (ICC)। বৃহস্পতিবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা গতবছরের পারফরম্য়ান্সের ভিত্তিতে সেরা এগারো বেছে নিয়েছে। দলের অধিনায়ক হয়েছেন নিউজিল্যান্ডের ক্যাপ্টেন কেন উইলিয়ামসন (Kane Williamson)।

১) শ্রীলঙ্কার দিমুথ করুণারত্নে (Dimuth Karunaratne)
শ্রীলঙ্কার ক্যাপ্টেন দিমুথ করুণারত্নে গতবছর ধারাবাহিক ভাবে ভাল ক্রিকেট উপহার দিয়েছেন। ৭ ম্যাচে ৬৯.৩৮-এর গড়ে ৯০২ রান করেছেন তিনি হাঁকিয়েছেন চারটি শতরানও। বাংলাদেশের বিরুদ্ধে পাল্লেকেলেতে পেয়েছেন দ্বিশতরানও!

২) ভারতের রোহিত শর্মা (Rohit Sharma)
লাল বলের ক্রিকেটে ওপেনারের ভূমিকায় আগুন জ্বালিয়েছেন রোহিত শর্মা!জোড়া সেঞ্চুরি আসে রোহিতের ব্যাট থেকে। ৪৭.৬৮-এর গড়ে করেছেন ৯০৬ রান। রোহিত টেস্টে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে পেয়েছেন ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব। মনে করা হচ্ছে বিরাট কোহলি টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর তিনি টেস্ট ক্যাপ্টেনসিও পেয়ে যাবেন।

৩) অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশানে (Marnus Labuschagne)
অস্ট্রেলিয়ার টেস্ট দলে তিন নম্বর আসনটা পাকা করে ফেলেছেন মার্নাস লাবুশানে। আইসিসি-র ক্রমতালিকায় বিশ্বের এক নম্বর ব্যাটার ৫ ম্য়াচে ৫২৬ রান করেছেন গতবছর। হাঁকান জোড়া শতরান। লাবুশানের গড় ছিল ৬৫.৭৫।

৪) ইংল্যান্ডের জো রুট (Joe Root)
গতবছর টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে শাসন করেছেন জো রুট। ইংরেজ অধিনায়ক ১৫ ম্যাচে ৬১-র গড়ে করেছিলেন ১৭০৮ রান। হাফ ডজন সেঞ্চুরিও করেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। ক্রিকেট ইতিহাসে এক ক্যালেন্ডার বর্ষে সর্বোচ্চ রান শিকারিদের তালিকায় তিনে চলে আসেন রুট। 

আরও পড়ুন: SA VS IND: Virat Kohli বনাম Temba Bavuma! বাদানুবাদে উত্তপ্ত পার্ল, দেখুন ভিডিও

৫) নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন (Kane Williamson)
কেনের নেতৃত্বে গতবছর নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জেতে। কিউয়িদের জেতান আইসিসি-র বর্ষসেরা টেস্ট দলের খেতাবও। ব্যাট হাতেও ছাপ রেখেছেন কেন। ৩৯৫ রান করেছেন ৪ ম্যাচে। গড় ছিল ৬৫.৩৮। পান একটি শতরানও।

৬) পাকিস্তানের ফাওয়াদ আলম (Fawad Alam)
পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ পরিশ্রমের পর টেস্ট টিমে নিজের জায়গা করে নেন ফাওয়াদ আলম। ৩৬ বছর বয়সী ক্রিকেটার ৯ ম্যাচে ৫৭১ রাম করেন ৫৭.১০-এর গড়ে। শতরানও হাঁকান তিনটি।

৭) ভারতের ঋষভ পন্থ (Rishabh Pant)
দেশের প্রথম পছন্দের উইকেটকিপার-ব্যাটার হিসাবে নিজকে প্রমাণিত করেছেন ঋষভ পন্থ। লাল বলের ক্রিকেটেও প্রমাণ করেছেন নিজের যোগ্যতা। ডজন ম্যাচে ৭৪৮ রান করেছেন ৩৯.৩৬-এর গড়ে। আছে একটি সেঞ্চুরিও। উইকেটের পিছনে ২৩ ইনিংসে ৩৯টি আউটও করান পন্থ।
 
৮) ভারতের আর অশ্বিন (Ravichandran Ashwin)
গতবছর টেস্ট ক্রিকেটে আগুনে পারফর্ম করেছেন আর অশ্বিন। ৯ ম্যাচে ৫৪ উইকেট নেওয়ার পাশাপাশি চেন্নাইয়ের স্পিনার করেন ৩৫৫ রানও। এর মধ্যে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে শতরানও করেছেন তিনি। অশ্বিন প্রমাণ করে দিয়েছেন যে, তিনি সর্বকালের সেরাদের একজন।

৯) নিউজিল্যান্ডের কাইল জেমিসন (Kyle Jamieson)
নিউজিল্যান্ডের বিশ্ববন্দিত পেস বিভাগে কাইল জেমিসন আলাদা মাত্রা যোগ করেছেন। পেস এবং গতির যুগলবন্দিতে ব্যাটারদের ঘুম উড়িয়েছেন তিনি। ৫ ম্যাচে ২৭ উইকেট পাওয়ার পাশাপাশি করেছেন ১০৫ রানও।

১০) পাকিস্তানের হাসান আলি (Hasan Ali)
হাসান আলি গতবছর বল হাতে পাকিস্তানের সম্পদ হয়ে ওঠেন। ৯ ম্যাচে ৪১টি উইকেট নেওয়া জোরে বোলারের ঝুলিতে রয়েছে একটি ফাইফার! ১১৪ রানে ১০ উইকেট নেওয়া তাঁর ২০২১ সালের সেরা বোলিং পরিসংখ্যান।

১১) পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি (Shaheen Afridi)
২১ বছরের আফ্রিদি বোলিংয়ে মোহিত করেছিলেন বাইশ গজকে। তরুণ জোরে বোলার নতুন বলে যেমন আগুন জ্বালাতে পারেন, তেমনই পুরনো বলেও করেন রিভার্স সুইং। আফ্রিদি ৯ ম্যাচে ৪৭ উইকেট নেন ১৭.০৬-এর গড়ে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.