আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে কিং কোহলি; প্রথমবার বোলারদের প্রথম দশে বুমরাহ
অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুরন্ত বোলিংয়ের পুরস্কার পেলেন ভারতীয় পেসার জশপ্রীত বুমরাহ।
নিজস্ব প্রতিবেদন : আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের ব্যাটসম্যানদের তালিকায় নিজের জায়গা ধরে রাখলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। অন্যদিকে অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুরন্ত বোলিংয়ের পুরস্কার পেলেন ভারতীয় পেসার জশপ্রীত বুমরাহ। বোলারদের টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথমবার প্রথম দশে এন্ট্রি নিলেন বুম বুম বুমরাহ।
অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে রান না পেলেও দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। অন্যদিকে কনকাশনের কারণে লিডসে খেলেননি অজি তারকা স্টিভ স্মিথ। ৯১০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রাখলেন বিরাট। ৬ রেটিং পয়েন্ট কম নিয়ে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় দু নম্বরেই থেকে গেলেন স্মিথ। প্রথম দশে ভারতীয়দের মধ্যে রয়েছেন চেতেশ্বর পূজারা। অ্যান্টিগায় রান না পেলেও চার নম্বর জায়গা ধরে রেখেছেন তিনি।
Dimuth Karunaratne
Joe RootSri Lanka and England Test skippers move up in the @MRFWorldwide ICC Men's Test Batting Rankings while New Zealand's Tom Latham storms into the 10! pic.twitter.com/ayoOePxT2P
— ICC (@ICC) August 27, 2019
Trent Boult, Jasprit Bumrah, Kemar Roach
Mohammad Abbas, Ravindra JadejaBoult has broken into the 5 while Bumrah has stormed into the 10 of the @MRFWorldwide ICC Test bowling rankings. pic.twitter.com/NR79qjCTEa
— ICC (@ICC) August 27, 2019
অন্যদিকে অ্যান্টিগায় দ্বিতীয় ইনিংসে জশপ্রীত বুমরাহ ৭ রানে পাঁচ উইকেটের স্পেল যেমন নড়িয়ে দেয় ক্যারিবিয়ানদের। ঠিক তেমনই আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় উল্লেখযোগ্যভাবে প্রথম দশে ঢুকে পড়েছেন ভারতীয় পেসার। এই প্রথমবার দশের মধ্যে প্রবেশ তাঁর। ৭৭৪ রেটিং পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছেন বুমরাহ। শীর্ষস্থান ধরে রেখেছেন অজি পেসার প্যাট কামিন্স। বুমরাহ ছাড়া আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় প্রথম দশে আর রয়েছেন রবীন্দ্র জাদেজা।
আরও পড়ুন - নীল সাগরে ইয়টে ভাসলেন 'বীরুষ্কা', সঙ্গী মায়াঙ্ক-রাহুল-অশ্বিন