CFL 2019: ঘরোয়া লিগে জয়ে ফিরতে মরিয়া মোহনবাগান

কল্যাণীর বড় মাঠে লিগের ম্যাচ খেলতে হওয়ায় স্বস্তি বাগান শিবিরে।

Updated By: Aug 27, 2019, 06:04 PM IST
CFL 2019: ঘরোয়া লিগে জয়ে ফিরতে মরিয়া মোহনবাগান
ছবি সৌজন্যে : ফেসবুক

নিজস্ব প্রতিবেদন:  ডুরান্ড ফাইনালে গোকুলামের কাছে হারের পর বুধবার লিগের ম্যাচে নামছে মোহনবাগান। কল্যাণীতে সবুজ-মেরুনের প্রতিপক্ষ বিএসএস। ঘরোয়া লিগে এখনও জয় অধরা ভিকুনা ব্রিগেডের। তাই রবিবার মেগা ডার্বির আগে জয়ে ফিরতে মরিয়া মোহনবাগান।

কিমকিমার লাল-কার্ড। তাই ডিফেন্সে ফের পরিবর্তন করতে হচ্ছে বাগানের স্প্যানিশ কোচকে। বড় ম্যাচের কথা মাথায় রেখে খেলানো হতে পারে চুলোভাকে। ওপোকু-ড্যানিয়েল সমৃদ্ধ বিএসএস বেশ শক্তিশালী দল। বেহালার এই দলটির দায়িত্বে ময়দানের পোড় খাওয়া কোচ রঘু নন্দী। তাই বাগান কোচ ভিকুনাও ধরে নিচ্ছেন যে ঘরোয়া লিগে আগের দুটো ম্যাচের মতোই বুধবার তাঁর দলের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

আরও পড়ুন - CFL 2019: এরিয়ানের বিরুদ্ধে জিতে ডার্বির মহড়া সেরে নিতে চায় ইস্টবেঙ্গল

বড় ম্যাচের কথা মাথায় রেখে দলের সেরা অস্ত্র বেইতিইয়াকে বিশ্রাম দিতে পারেন ভিকুনা।  সেক্ষেত্রে তিন বিদেশি হিসেবে শুরু করতে পারেন মোরান্তে, ফ্রান গঞ্জালেস আর সালভা। সেই সঙ্গে কল্যাণীর বড় মাঠে লিগের ম্যাচ খেলতে হওয়ায় স্বস্তি বাগান শিবিরে। চাপ কমাতে দ্রুত গোল পেতে চাইছে টিম মোহনবাগান। শুধু গোল করলেই হবে না , গোল ধরে রাখতে হবে। তার জন্য ডার্বির আগে ডিফেন্সের বড় পরীক্ষা বাগান শিবিরের। 

.