টেস্ট র্যাঙ্কিংয়ে কে কোথায়?
টেস্ট র্যাঙ্কিংয়ে ভারত এখন বিশ্বসেরা। ১১৫ রেটিং নিয়ে এক নম্বর টেস্ট দল এখন বিরাটের নেতৃত্বাধীন ভারত। দ্বিতীয় নম্বরেই রয়েছে ভারতের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। এশিয়ান জায়েন্ট শ্রীলঙ্কা আছে ৬ নম্বরে। টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের এক নম্বর দেশ এখন নিউজিল্যান্ড, কিন্তু টেস্টে কিউইরা রয়েছেন শেষের দিক থেকে তিন নম্বরে। একনজরে দেখে নিন আইসিসি টেস্ট র্যাঙ্কিং-
Updated By: Nov 17, 2016, 11:11 AM IST
ওয়েব ডেস্ক: টেস্ট র্যাঙ্কিংয়ে ভারত এখন বিশ্বসেরা। ১১৫ রেটিং নিয়ে এক নম্বর টেস্ট দল এখন বিরাটের নেতৃত্বাধীন ভারত। দ্বিতীয় নম্বরেই রয়েছে ভারতের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। এশিয়ান জায়েন্ট শ্রীলঙ্কা আছে ৬ নম্বরে। টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের এক নম্বর দেশ এখন নিউজিল্যান্ড, কিন্তু টেস্টে কিউইরা রয়েছেন শেষের দিক থেকে তিন নম্বরে। একনজরে দেখে নিন আইসিসি টেস্ট র্যাঙ্কিং-
র্যাঙ্ক | দেশ | রেটিং |
১ | ভারত | ১১৫ |
২ | পাকিস্তান | ১০৯ |
৩ | অস্ট্রেলিয়া | ১০৮ |
৪ | ইংল্যান্ড | ১০৫ |
৫ | দক্ষিণ আফ্রিকা | ৯৬ |
৬ | শ্রীলঙ্কা | ৯৬ |
৭ | নিউজিল্যান্ড | ৯১ |
৮ | ওয়েস্ট ইন্ডিজ | ৬৯ |
৯ | বাংলাদেশ | ৫৫ |
১০ | জিম্বাবোয়ে | ৫ |