ICC T20I Rankings: বিশ্বের এক নম্বর ব্যাটার হিসেবে উঠে এলেন Babar Azam

পঞ্চাশ ওভারের ক্রিকেটের পর এবার টি-২০ ফর্ম্যাটেও এক নম্বর ব্যাটার বাবর আজম।

Updated By: Nov 3, 2021, 03:48 PM IST
ICC T20I Rankings: বিশ্বের এক নম্বর ব্যাটার হিসেবে উঠে এলেন Babar Azam
বাবর আজম

নিজস্ব প্রতিবেদন: বিরাট কোহলিকে টপকে পঞ্চাশ ওভারের ক্রিকেটে এক নম্বর ব্যাটার হয়েছিলেন বাবর আজম (Babar Azam)। গত এপ্রিলের ঘটনা এটা। সাত মাসের মধ্যে পাকিস্তানের ক্যাপ্টেন এবার টি-২০ ফর্ম্যাটেও এক নম্বর ব্যাটার হিসাবে উঠে এলেন। বাইশ গজে বাবর রাজ অব্যাহত। শুক্রবার আইসিসি টি-২০ ব্যাটারদের যে তালিকা প্রস্তুত করেছে সেখানে দেখা যাচ্ছে ইংল্যান্ডের ডেভিড মালানকে (Dawid Malan) পিছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন বাবর। 

চলতি টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) বাবর ও তাঁর দল পাকিস্তান রয়েছে অনন্য ফর্মে। ব্যাক-টু-ব্যাক চার ম্যাচ জিতে ক্রিকেটের শো-পিস ইভেন্টের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে পাকিস্তান। বাবরও রয়েছেন অসাধারণ ছন্দে। চার ইনিংস মিলিয়ে ১৯৮ রান এসে গিয়েছে তাঁর ব্যাট থেকে। বাবরের গড় ৬৬। তাঁর স্ট্রাইক রেট ১২৪.৫২। বাবর ১৪ পয়েন্টের সৌজন্যে ৮৩৪ পয়েন্ট পেয়েছেন। অন্যদিকে মালান ৮৩১ পয়েন্ট থেকে ৭৯৮ পয়েন্টে নেমে এসেছেন। বলা যেতে পারে বাবর তাঁর জীবনের সেরা ফর্মে আছেন। 

আরও পড়ুন: Virat-কে পিছনে ফেলে অবিশ্বাস্য রেকর্ড পাক অধিনায়ক Babar-এর, কীর্তিতে মজে ক্রিকেট প্রেমীরা

বোলারদের মধ্যে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga) চলে এসেছেন শীর্ষে। তিনি পিছনে ফেলে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবরেজ শামসিকে (Tabraiz Shamsi)। হাসারাঙ্গা চলতি টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত শ্রীলঙ্কার জার্সিতে ৭ ম্যাচে ১৪ উইকেট পেয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হাসারাঙ্গার হ্যাটট্রিকও রয়েছে। হাসরাঙ্গা রীতিমতো চমকে দিচ্ছেন প্রতি ম্যাচে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.