Suryakumar Yadav, IND vs ZIM: উত্তাপ ছড়ানো সূর্যের ব্যাটিং দেখা চোখের শান্তি, জানিয়ে দিলেন রাহুল দ্রাবিড়

সূর্যের ব্যাট থেকে এদিনও বিস্ফোরণ দেখা গেল। জিম্বাবোয়ের বোলারদের বুঝে নিয়ে মাত্র ২১ বলে ৬৫ রানে অপরাজিত রইলেন। মারলেন ৬টি চার ও ৪টি ছক্কা। স্ট্রাইক রেট চমকে দেওয়ার মতো ২৪৪.০০। ম্যাচের শেষে সেরা পুরস্কার পেলেও নির্লিপ্ত সূর্য। 

Updated By: Nov 6, 2022, 07:30 PM IST
Suryakumar Yadav, IND vs ZIM: উত্তাপ ছড়ানো সূর্যের ব্যাটিং দেখা চোখের শান্তি, জানিয়ে দিলেন রাহুল দ্রাবিড়
সূর্যের ব্যাটিং উপভোগ করছেন রাহুল দ্রাবিড়। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নেদারল্যান্ডসের (Netharlands) পর এবার জিম্বাবোয়ের (Zimbabwe) বিরুদ্ধে ম্যাচের সেরা হলেন 'স্কাই'। চলতি আইসিসি (ICC) প্রতিযোগিতায় সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তৃতীয় স্থানে আছেন সূর্য। সেমিতে ব্রিটিশদের বিরুদ্ধে এমন বিধ্বংসী ফর্ম বজায় রাখতে পারলে বিরাট কোহলির (Virat Kohli) ঠিক পিছনেই দ্বিতীয়স্থানে থাকবেন সূর্য। কারণ ডাচ ব্যাটার ম্যাক্সওয়েল প্যাটট্রিক ৮ ম্যাচে ২৪২ রান করলেও, তাঁর দল ইতিমধ্যেই ছিটকে গিয়েছে। তিনে থাকা সূর্যের রান ৫ ম্যাচে ২২৫। সর্বোচ্চ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪০ বলে ৬৮। গড় ৭৫.০০। স্ট্রাইক রেট ১৯৩.৯৬। তাই তো তাঁর ব্যাটিং দেখা চোখের শান্তি বলে মনে করেন হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।  

এহেন সূর্যের ব্যাট থেকে এদিনও বিস্ফোরণ দেখা গেল। জিম্বাবোয়ের বোলারদের বুঝে নিয়ে মাত্র ২১ বলে ৬৫ রানে অপরাজিত রইলেন। মারলেন ৬টি চার ও ৪টি ছক্কা। স্ট্রাইক রেট চমকে দেওয়ার মতো ২৪৪.০০। ম্যাচের শেষে সেরা পুরস্কার পেলেও নির্লিপ্ত সূর্য। 

যদিও হেড কোচ রাহুল দ্রাবিড় কিন্তু সূর্যতে মজে আছেন। খেলার শেষে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন 'দ্য ওয়াল'। সেখানে সূর্যের প্রসঙ্গ এলে রাহুল বলেন, 'এমন ধারাবাহিকভাবে ব্যাট করে বলেই তো এই মুহূর্তে বিশ্ব টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং-এর শীর্ষে রয়েছে সূর্য। দারুণ স্ট্রাইক রেট বজায় রেখে এই ফরম্যাটে নিয়মিত ব্যাট করা কিন্তু মুখের কথা নয়। আর নিয়মিত ভাবে রান করছে বলেই আমরা সবাই ওর ব্যাটিং উপভোগ করি। ওর ব্যাটিং দেখা চোখের শান্তি।' 

আরও পড়ুন: Suryakumar Yadav, IND vs ZIM: কীভাবে বিপক্ষের বোলারদের খুন করেন? অকপটে জানালেন ম্যাচের নায়ক নতুন 'মিস্টার 360 ডিগ্রি'

আরও পড়ুন: IND vs ZIM, T20 World Cup 2022: ৭১ রানে জিম্বাবোয়ের বিরুদ্ধে জয়, শীর্ষে থেকে সেমিতে টিম ইন্ডিয়া, রোহিতের সামনে এবার ইংল্যান্ড

শুধু ব্যাটিং সাধনা নয়, ফিটনেসের উন্নতি ঘটানোর জন্য সূর্য উন্নতি করেছেন। সেটাও জানাতে ভুললেন না রাহুল। তিনি যোগ করেন, 'সূর্য ওর লক্ষ্য জানে। কীভাবে বিপক্ষের বোলারদের উড়িয়ে দিতে হয় সেটা সূর্য জানে। তাছাড়া নিজের ফিটনেস নিয়েও অনেক পরিশ্রম করে সূর্য। কয়েক বছর আগে যখন ওকে দেখেছিলাম তখনও সূর্য নিজের ফিটনেস নিয়ে সজাগ ছিল না। তবে সময়ের সঙ্গে সূর্য নিজের ফিটনেসের উপরেও জোর দিয়েছে। সাফল্য পাওয়ার এটা কিন্তু বড় কারণ।' 

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ স্কোরার ছিলেন সূর্য। ঠাণ্ডা মাথায় বোলারদের 'খুন' করা সূর্যের পরিসংখ্যান দেখলে চোখ কপালে উঠে যেতে বাধ্য। ৩ ম্যাচে রান ছিল ১১৫। সর্বাধিক রান করেছিলেন হায়দরাবাদ। ৩৬ বলে ৬৯ রান। গড় ৩৮.৩৩। স্ট্রাইক রেট ১৮৫.৪৮। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও সফল হয়েছিলেন এই মুম্বইকর। ৩ ম্যাচে রান ছিল ১১৯। সর্বাধিক ৩৯ বলে ৬১ রান করেছিলেন গুয়াহাটিতে। গড় ৫৯.৫০। স্ট্রাইক রেট ১৯৫.০৮। সামগ্রিক ভাবে এই মারকুটে মুম্বইকর জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটেও সফল। মাত্র ৩৯ ম্যাচের ৩৭টি ইনিংসে করে ফেলেছেন ১২৭০ রান। গড় ৪২.৩৩। স্ট্রাইক রেট ১৭৯.৬৩। সঙ্গে জ্বলজ্বল করছে ১টি শতরান ও ১২টি অর্ধ শতরান। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.