Rohit Sharma | IND vs ENG: ইংরেজদের হারালেই ফাইনালে চলে যাবে ভারত, মহাযুদ্ধের আগে কী বলছেন রোহিত?

ভারত আর টি-২০ বিশ্বকাপের মাঝে এখন দুই ম্যাচের দূরত্ব। সুপার টুয়েলভে গ্রুপের শীর্ষে থেকেই ফাইনালে চলে গেল টিম ইন্ডিয়া। এবার সামনে ইংল্যান্ড। সেমিতে অ্যাডিলেডে মুখোমুখি দুই দল। বড় ম্যাচের আগে রোহিত বলে দিলেন যে, দল বড় ম্যাচের জন্য মুখিয়ে।

Updated By: Nov 6, 2022, 06:34 PM IST
Rohit Sharma | IND vs ENG: ইংরেজদের হারালেই ফাইনালে চলে যাবে ভারত, মহাযুদ্ধের আগে কী বলছেন রোহিত?
রোহিত শর্মা জানিয়ে দিলেন সেমির জন্য তিনি তৈরি

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: জিম্বাবোয়ের বিরুদ্ধে মাঠে নামার আগেই সেমিফাইনালের কনফার্মড টিকিট কেটে ফেলেছিলেন রোহিত শর্মারা (Rohit Sharma)। রবিবার মেলবোর্নে কার্যত নিয়মরক্ষার ম্যাচেই জিম্বাবোয়েকে (Zimbabwe) গুঁড়িয়ে দিল টিম ইন্ডিয়া (Team India)। ব্যাট হাতে কেএল রাহুল (KL Rahul) ও সূর্যকুমার যাদবের (Surya Kumar Yadav) দাপটের পরে বোলিংয়ে ঝড় তুললেন মহম্মদ শামি (Mohammed Shami)-অর্শদীপ সিংরা (Arshdeep Singh)। ৭১ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতল টিম ইন্ডিয়া। দ্বিতীয় গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে ভারত। আগামী বৃহস্পতিবার, ১০ নভেম্বর ইংল্যান্ডের (IND vs ENG) বিরুদ্ধে সেমি ফাইনাল খেলবে ভারত। ইংরেজদের হারালেই ফাইনালে চলে যাবে ভারত। মহাযুদ্ধের আগে ফুটছেন 'হিটম্যান'। অ্যাডিলেডে লড়াই হবে বলেই জানিয়ে দিলেন রোহিত।

রোহিত ম্যাচের পর বলেন, 'দারুণ অলরাউন্ড পারফরম্যান্স। যেটার দিকে আমরা তাকিয়ে থাকব। আমরা কোয়ালিফাই করে গেলাম। আমরা ঠিক যেরকম খেলতে চেয়েছিলাম, সেরকমই খেলতে পেরেছি। যেটা অর্জন করতে পেরেছি। ভারতের জন্য সূর্যকুমার অসাধারণ কাজ করছে। মাঠে নেমে এমন খেলা খেলছে, যাতে করে অন্যদের ওপর চাপ কমে যাচ্ছে। আমরা জানি ওর কী যোগ্যতা। ও ক্রিজে থাকলে, অন্য প্রান্তের ক্রিকেটার সময় নিয়ে খেলতে পারে। ও ব্যাট করলে ডাগআউটে নিশ্চিন্তে থাকি আমরা। সূর্যরব্যাটিংয়ে অনেক সংযম রয়েছে। ওর থেকে এটাই আমাদের প্রত্যাশা থাকে।' 

আরও পড়ুন: IND vs ZIM, T20 World Cup 2022: ৭১ রানে জিম্বাবোয়ের বিরুদ্ধে জয়, শীর্ষে থেকে সেমিতে টিম ইন্ডিয়া, রোহিতের সামনে এবার ইংল্যান্ড

আগামী বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে ভারত টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ডের। রোহিতের পাখির চোখ এখন ওই ম্যাচেই। রোহিত বলছেন, 'দেখুন পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা ওখানে এর আগে একটি ম্যাচ খেলেছি। দ্রুততায় পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে। ইংল্যান্ড ভালো দল। দারুণ প্রতিযোগিতা হবে। প্রথমত সেমি ফাইনালে কোয়ালিফাই করার জন্য আমরা গর্বিত। সেমি ফাইনাল মানেই আবার বড় ম্যাচ। আমাদের লাইন-লেন্থ বুঝতে হবে, স্কোয়ার বাউন্ডারি এখানে ছোট। সেগুলি আমরা কাজে লাগাতে পারছি।' 

আরও পড়ুন: Suryakumar Yadav, IND vs ZIM: কীভাবে বিপক্ষের বোলারদের খুন করেন? অকপটে জানালেন ম্যাচের নায়ক নতুন 'মিস্টার 360 ডিগ্রি'

এদিন দক্ষিণ আফ্রিকা দিনের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হারে। এই হারের সঙ্গেই ভারত পয়েন্ট টেবিলে এগিয়ে থাকার সুবাদে চলে যায় শেষ চারে। কার্যত মেলবোর্নে ভারত-জিম্বাবোয়ে ম্য়াচ ছিল নিয়মরক্ষার। তাও এদিন মাঠে ছিলেন ৮৫ হাজার দর্শক। ফ্যানদের সমর্থনে মোহিত রোহিত। তিনি বলেন, 'ফ্যানদের কথা বলতেই হবে। আমরা যেখানে খেলেছি সেখানেই হাউসফুল হয়েছে। সেমিফাইনালেও তাই হবে। ভারতীয় দলের পক্ষ থেকে আমি ফ্যানদের ধন্যবাদ জানাতে চাই।' এখন দেখার ভারত ব্রিটিশদের হারিয়ে ফাইনালে যেতে পারে কিনা!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.