ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়লেন ইব্রাহিমোভিচ
কয়েকদিন আগেই ফের দেশের জার্সিতে বিশ্বকাপ খেলার ইচ্ছেপ্রকাশ করেন ইব্রাহিমোভিচ। কিন্তু সুইডেনের জার্সিতে রাশিয়া বিশ্বকাপে ইব্রার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
নিজস্ব প্রতিবেদন: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে মধুচন্দ্রিমা শেষ জ্লাটান ইব্রাহিমোভিচের। ওল্ড ট্র্যাফোর্ডের সঙ্গে যে ইব্রার চুক্তি শেষ। টুইটে সে কথা নিজেই জানিয়েছেন তিনি।
Great things also come to an end and it is time to move on after two fantastic seasons with Manchester United. Thank you to the club, the fans, the team, the coach, the staff and everybody who shared with me this part of my history. #foreverred pic.twitter.com/vo1Gs3SUHL
— Zlatan Ibrahimović (@Ibra_official) March 22, 2018
ম্যান ইউ ছেড়ে এবার কোথায় যাচ্ছেন সুইডিশ তারকা?সূত্রের খবর ইংল্যান্ড থেকে এবার আমেরিকা পাড়ি দিতে চলেছেন ইব্রা। মেজর সকার লিগে তিনি লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির হয়ে খেলবেন ৩৬ বর্ষীয় সুইডিশ স্ট্রাইকারটি। কয়েকদিন আগেই ফের দেশের জার্সিতে বিশ্বকাপ খেলার ইচ্ছেপ্রকাশ করেন ইব্রাহিমোভিচ। কিন্তু সুইডেনের জার্সিতে রাশিয়া বিশ্বকাপে ইব্রার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বিশ্বকাপের শিবিরে ডাক পাননি তিনি কারণ, কোচের পছন্দ নয় ইব্রাকে।
আরও পড়ুন- বুন্দেশলিগায় খেলবেন বোল্ট?
২০১৬ সালে পিএসজি থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দেন ইব্রা। প্রথম মরসুম ভালো কাটলেও চোটের কারণে দ্বিতীয় মরসুমে প্রথম একাদশে সেভাবে সুযোগই পাননি তিনি। ডিসেম্বরের পর থেকে তো মোরিনহোর দলে সুযোগই মেলেনি জ্লাটানের।
আরও পড়ুন- বিরাটের এক 'না'-তে ১১ কোটির ক্ষতি আরসিবি-র