‘Ravi Shastri নির্দিষ্ট এজেন্ডা নিয়ে কথা বলছেন’, Sanjay Manjrekar-এর বিস্ফোরণ

কোহলি বনাম বিসিসিআই ইস্যুতে ‘বিরাট’ বিতর্ক।  

Updated By: Jan 28, 2022, 04:44 PM IST
‘Ravi Shastri নির্দিষ্ট এজেন্ডা নিয়ে কথা বলছেন’, Sanjay Manjrekar-এর বিস্ফোরণ
‘রবি শাস্ত্রী টু’ বলে প্রাক্তন সতীর্থকে কটাক্ষ করলেন সঞ্জয় মঞ্জরেকর।

নিজস্ব প্রতিবেদন: বিরাট কোহলির (Virat Kohli) পাশে দাঁড়িয়ে রবি শাস্ত্রী (Ravi Shastri) ইদানীং বিসিসিআই-এর (BCCI) বিরুদ্ধে তোপ দেগেই চলেছেন। একরাশ ক্ষোভ উগরে দিয়ে শাস্ত্রী বলে দেন যে ‘বিরাটের সাফল্য অনেকে হজম করতে পারে না।‘ কিন্তু ভারতীয় দলের (Team India) প্রাক্তন কোচের এমন আচরণ একেবারেই মেনে নিতে পারছেন না সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar)। সঞ্জয়ের বিস্ফোরক দাবি, শাস্ত্রী নির্দিষ্ট এজেন্ডা নিয়ে কথা বলছেন। তাই এহেন শাস্ত্রীকে ‘শাস্ত্রী টু’ বলে আখ্যা দিলেন সঞ্জয়।

সঞ্জয় বলেন, “শাস্ত্রী কেন এমন মন্তব্য করতে গেল সেই বিষয়ে আমার কোনও ধারণা নেই। আমি শাস্ত্রীকে খুবই পছন্দ করি। ওঁর নেতৃত্বে খেলেছি। ওঁ সব সময় জুনিয়র সতীর্থদের পাশে থেকেছে। ওঁর মতো লড়াকু ক্রিকেটার খুব কম দেখেছি। কিন্তু এই রবি শাস্ত্রী একেবারে আলাদা। মনে হচ্ছে ‘রবি শাস্ত্রী টু’! ওঁ কেন জনসমক্ষে এমন মন্তব্য করেছে সেটা বুঝতে পারছি। তবে আমি এই বিষয়ে বাড়তি মন্তব্য করতে চাই না।“  

এরপরে সঞ্জয় আরও যোগ করেছেন, “শাস্ত্রীকে অসম্মান করার উদ্দেশ্য আমার নয়। তবে আমার মনে হয় ওঁর এই বক্তব্য বুদ্ধিমান মানুষের পরিচয় দিচ্ছে না। আমার ধারণা ওঁর এই বক্তব্যের নেপথ্যে ক্রিকেটীয় ধারণা নয়, বরং নির্দিষ্ট এজেন্ডা লুকিয়ে আছে।“

আরও পড়ুন: ‘শাস্ত্রীয় খোঁচা’ উপেক্ষা করে কীভাবে Ranji Trophy আয়োজন করবে BCCI? জানালেন Jay Shah

আরও পড়ুন: Virat Kohli: প্রিয় কোহলিকে কি পরামর্শ দিলেন Ravi Shastri? জানতে পড়ুন

কয়েক দিন আগে কোহলি বন্দনা করতে গিয়ে, বিরাটের ‘ইয়েস ম্যান’ শাস্ত্রী বলে দেন যে, “বিরাট আরও দুই বছর অনায়াসে টেস্ট দলের নেতিত্ব দিতে পারত। টেস্ট ক্রিকেটে সাফল্যের নিরিখে বিরাট হল ভারতের সর্বকালের সেরা অধিনায়ক। বিরাট আরও দুই বছর অধিনায়কত্ব করলে ও আরও সাফল্য পেত। সেটা কেউ কেউ হজম করতে পারত না।“

সঞ্জয় তাঁর প্রাক্তন সিনিয়র সতীর্থের পুরো বক্তব্যকে মানতে পারলেন না। বলা ভাল শাস্ত্রীর মুখ থেকে বের হওয়া ‘হজম’ শব্দে সঞ্জয়ের তীব্র আপত্তি আছে। সেটা স্পষ্ট জানিয়েও দিলেন।

দুই প্রাক্তনের কেউই বিসিসিআই-এর পছন্দের তালিকায় নেই। দুজনেই আবার মুম্বইকর। তাই খালি চোখে ধরে নেওয়া যায় না যে রবি শাস্ত্রী ও সঞ্জয় মঞ্জরেকরের মধ্যে একেবারে গলায় গলায় সম্পর্ক। তবে এমনটা কিন্তু আদৌ নয়। সেটা কোহলি বনাম বিসিসিআই ইস্যুতে বেশ বোঝা গেল।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.